পিয়ালী দাস, বীরভূমঃ
বিশ্বভারতীতে পাঁচিল তোলা যাবে না হাইকোর্ট থেকে এমন রায় আসার পরে শুক্রবার রাতে বোলপুরে হয়েছিল অকাল দীপাবলি। আর আজ শনিবার সকাল থেকেই বোলপুরের বিভিন্ন জায়গায় দেখা গেল ব্যবসায়ীরা লাড্ডু বিলি করছেন । ব্যবসায়ীদের দাবি হাইকোর্টের মহামান্য বিচারপতি টিবি রাধাকৃষ্ণণ এবং শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছে তাতে ব্যবসায়ীদের জীবন সুরক্ষিত হয়েছে।

বোলপুর ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল সিং জানিয়েছেন, এই জয় ব্যবসায়ীদের মনোবল চাঙ্গা করেছে। তাই শনিবার সকাল থেকে বোলপুরের সমস্ত ব্যবসায়ীকে লাড্ডু বিলি করা হয়েছে। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যেভাবে ব্যবসায়ীদের ভাতে মেরে ফেলার চক্রান্ত করেছিল সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে হাইকোর্ট। আদালতের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা ছিল যে আমরা সুবিচার পাব। সেটাই হয়েছে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নয়াদিল্লির অফিসে তথ্য ও উন্নয়ন আধিকারিক হিসেবে নিযুক্ত সাংবাদিক জয়ন্ত ঘোষাল
হাইকোর্টের রায়ে সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ৷ কোন বিষয়ে বিশ্বভারতী এখন থেকে আর নাক গলাতে পারবে না। যা করতে হবে রিপোর্টে তৈরি করে দেওয়া চার সদস্যের কমিটি আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। হাইকোর্টের এই রায় শুনে অত্যন্ত খুশি বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর, অত্যন্ত সুখের খবর। অবশেষে আদালতের হস্তক্ষেপে বিশ্বভারতীর মান মর্যাদা রক্ষা পাবে।
আরও পড়ুনঃ বাড়ির পরিবেশে ক্যান্সার রোগীদের চিকিৎসার পরিকল্পনা এনআরএস-এর
আশ্রমিক সুবোধ মিত্র জানিয়েছেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে আদালত কে মাথা ঘামাতে হচ্ছে বিষয়টা অত্যন্ত লজ্জার। বুঝতে হবে পরিস্থিতি কোন জায়গায় নিয়ে চলে গেছেন বর্তমান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তবে বিচারপতি টিবি রাধাকৃষ্ণণ চার সদস্যের যে কমিটি তৈরি করেছেন বিশ্বভারতীর সমস্ত কিছু নজরদারি করার জন্য,তার জন্য বিচারপতি কে জানাই আন্তরিক সাধুবাদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584