নাজমুল আলম, টেক ডেস্কঃ
মোবাইল কোম্পানি জিও ঘোষণা করেছে যে প্রিপেড প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার পরেও গ্রাহক ইনকামিং সুবিধা পেতে থাকবে। এর সঙ্গে বিনামূল্যে ১০০ মিনিট কল এবং ১০০টি এসএমএস দেওয়া হবে সেই সব গ্রাহককে যারা বৈধতা শেষ হবার পরেও রিচার্জ করতে পারেননি। বিএসএনএলের ঘোষণার পরে পরেই জিওর এই বিশেষ ঘোষণা।

গত সপ্তাহে টেলিকমিউনিকেশন মন্ত্রী ঘোষণা করেছিলেন যে, বিএসএনএলের যে সমস্ত গ্রাহক রিচার্জ করতে পারেননি তাদের প্লেনের বৈধতা ২০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবেএবং তাদের একাউন্টে ১০ টাকা দেওয়া হবে যাতে তারা এই দুঃসময়ে প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আরও পড়ুনঃ লকডাউনে ঘরে বসে হোয়াটসঅ্যাপেই ব্যাঙ্ক পরিষেবা
অন্যদিকে এয়ারটেল ও ভোডাফোন ঘোষণা দিয়েছে যে তারাও গ্রাহকদের ভ্যালিডিটি ১৭এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ যাদের ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে তারা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত কোন রিচার্জ না করলেও প্ল্যান অ্যাক্টিভ থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584