নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ‘হাইমাদ্রাসা’ ‘আলিম’ ও ‘ফাজিল’ এর ফলাফল। প্রত্যাশা মতোই ‘হাইমাদ্রাসা’ বিভাগের মেধা তালিকায় মুর্শিদাবাদের একাধিপত্য।
হাইমাদ্রাসা বিভাগে প্রথম হয়েছেন মুর্শিদাবাদের ত্রিমোহিনী হাইমাদ্রাসার ছাত্র সানিউল হক।তিনি পূর্ণমান ৮০০ এর মধ্যে পেয়েছেন ৭৭১(৯৬.৩৮%)।
সানিউল হকের পর ৭৫৭ নম্বর পেয়ে বাঁকুড়া সম্মিলনী হাইমাদ্রাসার দুজন আবু দাউদ পাখিরা এবং মহ: হাসনাত আলী শাহ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। মাদ্রাসার ছাত্রদের এরকম যুগ্মভাবে স্থানাধিকারে খুশী মাদ্রাসা কর্তৃপক্ষ।
মুর্শিদাবাদের দেবকুন্ডু হাইমাদ্রাসাও ফলাফল নিয়ে বেশ খুশী। একদিকে যেমন তাদের ছাত্রী তবসুম সিদ্দিকী ৭৫৬ নম্বর পেয়ে (৯৪.৫০%) তৃতীয় স্থান অধিকার করেছে তেমনি তাদের আরেক মোহাঃ তৌফিক রিজওয়ান ৭৫৫ নম্বর পেয়ে (৭৪.৩৮%) চতুর্থ স্থানে আছে।
মুর্শিদাবাদেরই রামনগর হাইমাদ্রাসাও মেধা তালিকায় যুগ্ম স্থান পেয়েছে। ৭৫৪ নম্বর পেয়ে (৯৪.২৫%) মেধা তালিকায় তাদের দুজন ছাত্র মোহাঃ মেহেদী হাসান সিরাজ ও আজিজুল ইসলাম পঞ্চম স্থানে আছে।
আরও পড়ুনঃ ছাত্রীদের মধ্যে প্রথম মাবিয়া আরবি ভাষায় গবেষণায় ইচ্ছুক
প্রত্যাশা থাকলেও এবার ভাবতা আজিজিয়া হাইমাদ্রাসার ফলাফল আশানুরূপ হয়নি। তাদের ছাত্র মোহাঃ কাইফ আলী ৭৫৪ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন।
তবে ‘আলিম’ ও ‘ফাজিল’ বিভাগে মেধা তালিকায় মুর্শিদাবাদের কারও নাম নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584