অসামাজিক কার্যকলাপ রুখতে হাইম্যাক্স আলো বসাচ্ছে কালিয়াগঞ্জ পৌরসভা

0
120

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

high max light
নিজস্ব চিত্র

অবশেষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে বসতে চলেছে হাই মাক্স আলো।এলাকার সাধারণ মানুষ বিশেষ করে কালিয়াগঞ্জ পৌর সভার ১৩নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পৌর সভার এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছে কালিয়াগঞ্জ পৌরসভা তথা চেয়ারম্যান কার্তিক পালকে।কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল এক সাক্ষাৎকারে জানান পৌর সভার উদ্যোগে কালিয়াগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় উন্নতমানের ছোট বড় মোট ৫০টি হাইম্যাক্স লাইট বসবে।পৌর দপ্তরের এন বি ডি পি র মাধ্যমে এই কাজ তারা শুরু করে দিয়েছে।বড় হাইমাক্স একটি লাইটের খরচ পড়বে ৬থেকে৭লক্ষ টাকা। কালিয়াগঞ্জ শহরকে আলোকিত করবার জন্য মোট সাড়ে চার কোটি টাকার মত প্রকল্প ব্যায় ধরা হয়েছে বলে চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল বলেন।কার্তিকবাবু বলেন “শহরের বিভিন্ন এলাকার মাঠে অথবা বিভিন্ন বিদ্যালয়ের খেলার মাঠে সন্ধ্যার পর অসামাজিক কাজের খবর আমাদের কাছে প্রতিনিয়ত আসছে।আমরা এসব জানার পর চুপ করে থাকতে পারিনা আমাদের ঘরের ছেলেমেয়েদের স্বার্থের দিকে তাকিয়ে আমরা কালিয়াগঞ্জ পৌর সভা সিদ্ধান্ত নিয়েছি এই ধরনের অসামাজিক কাজ বন্ধ করতে গেলে বড় ধরনের আলোর ব্যবস্থা ছাড়া এসব বন্ধ করা সম্ভব নয়।সেই সিদ্ধান্ত অনুসারে আমরা পৌর শহরের বিভিন্ন স্থানে অসামাজিক কাজকে রুখতে শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের আলোর ব্যবস্থা আমাদের নিতে হয়েছে।আমরা চাই কালিয়াগঞ্জ শহর সব দিক দিয়েই উন্নত একটা পৌর শহরে পরিণত হোক।সেই কারণেই শহরের সার্বিক উন্নয়নে আমাদের কালিয়াগঞ্জ পৌর সভা ইতিমধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত গতিতে শুরু করে দিয়েছে।”
সার্বিক উন্নয়নের স্বার্থে কালিয়াগঞ্জের পৌর নাগরিক সবরকম সহযোগিতা করে যাচ্ছে বলে চেয়ারম্যান কার্তিক পাল জানান।

আরও পড়ুনঃ পিংলার মুণ্ডমারিতে ভয়াবহ আগুনে ভস্মীভূত দোকান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here