উচ্চ শব্দের গাড়ির হর্ন খুলে নেওয়া হল মাথাভাঙ্গায়

0
124

মনিরুল হক, কোচবিহারঃ

শব্দদূষণের হাত থেকে রেহাই পেতে বিভিন্ন বেসরকারি গাড়িতে উচ্চ শব্দের হর্ন খুলে নেওয়া হল মাথাভাঙ্গা শহরে। এই হর্নে শব্দদূষণ হয় বলে শুক্রবার মাথাভাঙা পুলিশের ট্রাফিক ওসি শাহ আলী ইমামের নেতৃত্বে বেশ কিছু বেসরকারি গাড়ির হর্ন খুলে নেওয়া হয়।

high noise sound machine remove from bus | newsfront.co
নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন স্কুল কলেজ ও হাসপাতাল রয়েছে, সেই সব প্রতিষ্ঠানের সামনে দিয়ে গাড়ি গুলো উচ্চস্বরে হর্ন বাজিয়ে চলে। এতে শব্দ দূষণের পাশাপাশি পরিবেশ দূষণ হয়। সমস্যায় পরেন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী অফিস কর্মচারী সহ সাধারন মানুষ এবং অসুস্থ রোগীরা। সে কারনেই এই হন গুলো খোলা হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুনঃ প্রধান পদ নিয়ে কাজিয়ার শিকার পঞ্চায়েত কর্মীরা, মহকুমা শাসকের দ্বারস্থ

এ প্রসঙ্গে কোচবিহার জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক ডক্টর চন্দন দাস বলেন, শুধু বেসরকারি নয় সরকারি যে সমস্ত গাড়িগুলোতে উচ্চস্বরে লাগানো থাকবে সেগুলো খুলে নেওয়া হবে।

ইতিমধ্যে সাউন্ড লি মিটার নামে একটি যন্ত্র আনা হয়েছে, সেই যন্ত্র দিয়ে জেলার সমস্ত জায়গায় গাড়ির হর্নের সাউন্ড পরীক্ষা করা হবে, আইন মানা না হলে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হবে বলে ডিএসপি ট্রাফিক জানিয়েছেন। তিনি বলেন কোচবিহারেও সেই অভিযান শুরু হয়েছে। সমস্ত জেলা জুড়ে এই অভিযান চলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here