উর্ধ্বমুখী দ্রব্যমূল্যের থাবায় লাভের অঙ্কে টানা প্রতিমা শিল্পীদের

0
88

পল্লব দাস,বহরমপুরঃ

দেবী দুর্গার আগমনী বার্তা মনে করিয়ে দেয় শরতের কাশ ফুলের শ্বেতশুভ্রতা।প্রবাদ বাক্য হয়ে আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ।আর সব উৎসবের সেরা দুর্গোৎসব।এ উৎসব উপলক্ষে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন গ্রাম ও শহরের প্রতিমা শিল্পীরা।

শিল্পীর ছোঁয়া।নিজস্ব চিত্র

বিখ্যাত শিল্পীদের সাথে সাথে ছোটো এবং অখ্যাত শিল্পীরাও মূর্তি তৈরিতে ব্যস্ত রয়েছেন।শেষ পর্বের ‘ফিনিশিং’ দিতে এখন তৎপর কুমোর পাড়া।’থিম পুজো’ নাকি ‘সাবেক’ এ -নিয়ে খুব একটা চিন্তিত নন শিল্পীরা তবে ক্রমাগত পরিবর্তিত বাজার এবছর কি পাঠ শেখাবে সেটার জন্য শুধু সময়ের অপেক্ষা।মুর্শিদাবাদের অনেক প্রতিমা শিল্পী আছেন।এলাকা ভিত্তিক বেশ সুখ্যাতি আছে এনাদের।গ্রামের ভেতরে গড়ে উঠেছে মূর্তি বানানোর ওয়ার্কশপ।

মাতৃ রূপেন।নিজস্ব চিত্র

প্রবীণ শিল্পী বাদল পাল এখনো নিজের হাতে বানাচ্ছেন ঠাকুরের হাতের মুঠো। আশীর্বাদের হাত খুলে এ-বছর দুর্গা মূর্তি বিক্রি করে কি আশানুরূপ লাভের মুখ দেখা যাবে? উত্তর জানা নেই।বয়স যখন ষোলো সেই তখন থেকেই প্রতিমা বানানোর কাজে হাত দেওয়া,দেখতে দেখতে কেটে গেছে পঞ্চাশ বছরের ও বেশি সময় । এখন সময়টা অনেকখানি পাল্টেছে , আগে দুর্গা প্রতিমা বিক্রি হত দেড়শো -দুশো টাকায় আর এখন বিক্রি হয় বারো হাজার থেকে পনেরো হাজার টাকায়।উর্ধমুখী বাজার মূল্য মাটি কে-ও ছাড়েনি।মূর্তি তৈরির জন্য যে মাটি লাগে তার দাম এখন বেড়েছে সাথে বাড়ছে আনুষঙ্গিক খরচ,ফলত প্রতিমার দাম বাড়লেও সেই অনুপাতে লাভের মুখ দেখেন না পল্লী শিল্পীরা।

শিল্পী বাদল পাল।নিজস্ব চিত্র

বাদল পাল বলছেন,”পুরানো দিনগুলা ভালো ছিল ” – যদিও দাম কম ছিল প্রতিমার তবুও লাভ ছিল এটাই মূলত তিনি বোঝাতে চাইলেন ।
বর্তমানে তাঁর ওয়ার্কশপে আছে চল্লিশটি দুর্গা প্রতিমা,বেশির ভাগ প্রতিমার মাটিরকাজ প্রায় শেষের দিকে । এগুলি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় চলে যায়।প্রত্যন্ত গ্রাম গুলির কুমোর পাড়া গুলিতে পুজোর আগে এই রকম চিত্র ধরা পড়বে।এই কয়েকদিন লাভের জন্য গ্রীষ্ম বর্ষা শীত পেরিয়ে এই প্রতিমা শিল্পীরা অপেক্ষা করেন সারা বছর।দুর্গাপুজো বাঙালির প্রধান উত্‍সব হলেও ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জাতি এই মাতৃশক্তির আরাধনার মধ্যেই তাদের সঙ্কটমুক্তির সন্ধান পায়।তবে এই গ্রাম্য প্রতিমা শিল্পীদের অবস্থা কবে পাল্টাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুনঃ বিভিন্ন দাবীতে পুরোহিত সম্মেলন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here