নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
যত দিন যাচ্ছে রাজ্যে ভয়াবহ আকার ধারণ করছে করোনা। উৎসবের পর সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই অ্যাম্বুল্যান্স এবং হাসপাতালের বেডের পর্যাপ্ত বন্দোবস্ত রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
পুজোয় করোনা সতর্কতা নিয়ে আজ, সোমবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে অংশ নিলেন রাজ্য ও জেলার সমস্ত প্রশাসনিক কর্তারা। নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা, রাজ্যপুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, কলকাতা ও হাওড়া কর্পোরেশনের কমিশনার, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ নজিরবিহীন রায়! রাজ্যের সব দুর্গাপুজো মন্ডপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ
অন্যদিকে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতি জেলা থেকে এই বৈঠকে অংশ নেন জেলাশাসক, এসপি, অন্যান্য পুলিশ কমিশনার এবং জেলার সমস্ত সিএমওএইচ। পুজোর আগে রাজ্যে কোভিড পরিস্থিতি, আইনশৃঙ্খলা, পুজো পরিচালনা, বিসর্জন ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা হয়েছে এই বৈঠকে।
আরও পড়ুনঃ মেট্রো পরিষেবার সময়সীমা বৃদ্ধি আজ থেকে
নবান্নের উচ্চপর্যায়ের এই বৈঠকে নিজে উপস্থিত না থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনে আরও একবার পুজোয় মাস্কের আবশ্যকতার কথাও উল্লেখ করেন।
এছাড়া সকলে মাস্ক পরছেন কিনা সেদিকে পুলিশ এবং জেলা প্রশাসনিক আধিকারিকদের নজর রাখার নির্দেশও দিয়েছেন তিনি। পুজোর সময় যাতে বাংলার প্রত্যেক মানুষ প্রয়োজনে অ্যাম্বুল্যান্স, হাসপাতালে বেড ও সবরকম সাহায্য পান, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584