নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসের জেরে নাজেহাল গোটা বিশ্ব। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, এশিয়ার দেশগুলোর মধ্যে এই তালিকায় সবচেয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত।
এখনও পর্যন্ত দেশে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৮ হাজার ৮৮৪ জনের। যতদিন যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। চলতি মাসে ভারতে প্রতিদিনই গড়ে ৯-১০ হাজার করোনা সংক্রমণের খবর সামনে আসছে।
আরও পড়ুনঃ ভারতে করোনায় রেকর্ড সংক্রমণ, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১৪৫৮
সেই অনুযায়ী, জুন মাসের প্রথম এগারো দিনেই নতুন করে এক লক্ষ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এশিয়ার দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় ভারত শীর্ষস্থানে রয়েছে। ওই তালিকায় ভারতের পরেই রয়েছে ইরান।
সে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৫৯ জনের। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তুরস্ক, চতুর্থ স্থানে চীন এবং পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। করোনায় মৃত্যুর নিরিখে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত প্রথমে থাকলেও গোটা বিশ্বে সবচেয়ে বেশি করোনায় মৃত্যুর তালিকায় দশম স্থানে রয়েছে ভারত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584