নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের উদ্যোগ ও কেশপুর-১ চক্রের ব্যবস্থাপনায় মহত্মা গান্ধীর জন্মের সার্ধশত জন্মবর্ষ পূর্তি উৎসব উদযাপন অনুষ্ঠান আয়োজনের অঙ্গ হিসেবে চক্রের প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিকে নিয়ে দুটি বিভাগে নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চক্রের কোঁয়াই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
গান্ধিজীর জীবন ও কর্মধারা বিষয়ক নাটক প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় বিভাগে চ্যাম্পিয়ন হয় গড়সেনাপত্যা প্রাথমিক বিদ্যালয়। রানার্স হয় খেতুয়া প্রাথমিক বিদ্যালয়।
উচ্চ প্রাথমিক-উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিযোগিতা য় বিজয়ী বিদ্যালয় তোড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করে গোলাড় সুশীল বিদ্যাপীঠ।
আরও পড়ুনঃ রাজ্যে প্রথম সরকারি হাইস্কুলে চালু বাস পরিষেবা
তৃতীয় স্থান দখল করে কোঁয়াই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুর-১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতি শৈলজা চন্দ্র (মণ্ডল ),নাটক প্রতিযোগিতার দুই বিচারক নাট্যব্যক্তিত্ব পিনাকী মজুমদার ও শিক্ষক-নাট্যকর্মী সুদীপ কুমার খাঁড়া , কোঁয়াই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর হাজারী, গোলাড় সুশীল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র পড়িয়া মহোদয়, আয়োজক চক্র কমিটির পক্ষে শিক্ষক অর্ণব দাশ, চঞ্চল হাজরা, বিমান কান্তি দে, কৌশিক মণ্ডল, সৌরভ রথ, দীপঙ্কর শীট, রবিন মাজি সহ চক্রের শিক্ষাবন্ধুগণ।
প্রতিযোগিতায় উভয় বিভাগের শ্রেষ্ঠ অভিনেতা , অভিনেত্রীদের ও পুরস্কৃত করা হয় ।শিক্ষার্থী-অভিভাবক শিক্ষক-শিক্ষিকাগণ বিকেল পাঁচটা অবধি চলা এ প্রতিযোগিতা উপভোগ করেন।
চক্র কমিটির সদস্য তথা সঞ্চালক শিক্ষক স্নেহাশিস চৌধুরী জানান,” বর্ষ ব্যাপী গান্ধিজীর স্মরণ অনুষ্ঠান চলবে। আগামী ৪ঠা মার্চ, ২০২০ চক্রের সমস্ত বিদ্যালয় গুলিকে নিয়ে গান্ধিজীর জীবন ও কর্মধারা নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নাটক নিয়ে কর্মশালা আয়োজনের ভাবনা চলছে।”
গোধূলিবেলার পুরস্কার বিতরণ সভাতে স্থানীয় মানুষদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঙ্জক ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584