প্লাস্টিক ব্যবহারের পক্ষে-বিপক্ষে বিতর্ক সভা মাথাভাঙা হাই স্কুলে

0
234

মনিরুল হক, কোচবিহারঃ

প্লাস্টিক বিরোধী অভিযান বেশ কিছুদিন থেকে চলছে মাথাভাঙা শহরের। মাথাভাঙা মহাকুমা শাসক জিতিন যাদবের উদ্যোগে প্রায় ৯৯% প্লাস্টিকের ব্যবহার বন্ধ হয়ে গেছে মাথাভাঙা শহরে। শনিবার প্লাস্টিক ব্যবহার সংক্রান্ত একটি বিতর্ক সভার আয়োজন করা হয়েছে মাথাভাঙা হাই স্কুল।

high school students debate banning plastic | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন ওই বিতর্ক সভার বিষয়বস্তু ছিল প্লাস্টিক ব্যবহার কেবল নিয়ন্ত্রণ নয়, বর্জনীয় হলো পরিবেশ রক্ষার একমাত্র চাবিকাঠি। এদিন মাথাভাঙ্গা হাই স্কুলে বিতর্ক সভায় পক্ষে ও বিপক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে চারটি দল অংশগ্রহণ করেন।

high school students debate banning plastic | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের ওই বিতর্ক সভায় উপস্থিত ছিলেন মাথাভাঙা মহাকুমার শাসক জিতিন যাদব, মাথাভাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক চৈতন্য পোদ্দার, স্পিকার হিসেবে ছিলেন শিক্ষক বিমল বসাক।

আরও পড়ুনঃ জেলা তৃণমূলের তরফে মেদিনীপুরে এনআরসি-সিএএ-এনপিআর বিরোধী মিছিল

students | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন ওই বিতর্ক সভা থেকে শপথ গ্রহণ করা হয় ছাত্র-ছাত্রী ও তার পরিবারের লোকজনকে। যাতে তারা কোন ভাবে প্লাস্টিক ব্যবহার না করে।

বিতর্ক সভায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা যারা বিজয়ী হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। প্লাস্টিক ব্যবহারের উপকারিতা ও অপকারিতা বিষয়টি বিতর্ক সভায় উঠে আসে। ওই উপস্থিত মানুষ ও ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here