আমফান ত্রাণ দুর্নীতিতে ১০০ কোটি টাকার নয়ছয়, ক্যাগকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

0
49

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কোথায় কত পরিমান আমফান ত্রাণ বন্টন হয়েছে, তা নিয়ে রাজ্য সরকারকে বারবারই হলফনামা তলব করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু রাজ্য সরকারের তরফে হলফনামা পেশ তো করাই হয়নি, উল্টে প্রথমবারে আমফান ত্রাণ বন্টনে দুর্নীতি হয়েছে, তা স্বীকার করে ফের দ্বিতীয় বার ত্রাণ বন্টন করা হয়।

Calcutta Highcourt | newsfront.co
ফাইল চিত্র

কিন্তু দ্বিতীয়বার ১০০ কোটি টাকার হিসেবে নয় ছয় খুঁজে পেল কলকাতা হাইকোর্ট। আর সেই কারণেই তিন মাসের মধ্যে আমফানের ত্রাণ দুর্নীতিতে ক্যাগকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আদালতের নির্দেশ, কারা ত্রাণ পেয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে। সমস্ত ক্ষতিগ্রস্ত ত্রাণ পেয়েছেন কি না জানাতে হবে তাও। সঙ্গে ত্রাণবণ্টনে দুর্নীতি হয়ে থাকলে কোন সরকারি আধিকারিকরা সেজন্য দায়ী তা খুঁজে বার করতে হবে। তাদের বিরুদ্ধে প্রশাসনের তরফে কী পদক্ষেপ করা হয়েছে জানাতে হবে তাও।

আরও পড়ুনঃ মঙ্গলবার থেকেই ‘দুয়ারে দুয়ারে সরকার’, ১০ প্রকল্পে বিস্তারিত সুযোগ-সুবিধা ঘোষণা মুখ্যসচিবের

তবে ত্রাণ বণ্টনে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। সঙ্গে রাজ্য সরকারকেও হলফনামা আকারে এ ব্যাপারে তাদের বক্তব্য জানানোর সুযোগ দিয়েছে হাইকোর্ট। গত ২০ মে-তে ঘূর্ণিঝড় আমফানের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী

ক্ষতিগ্রস্তদের করা আবেদনের ভিত্তিতে বণ্টন করা হয় ত্রাণ। কোনও বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে ২০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়। তারপরেও মোট পাঁচটি আর্থিক দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে। তাঁর পরিপ্রেক্ষিতেই হাইকোর্টের এই পদক্ষেপ বলে সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here