নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পশ্চিমবঙ্গে বহু জায়গায় বকেয়া রয়েছে পুরভোট, তা সত্ত্বেও সর্বত্র পুরসভার ভোট একসঙ্গে নয় কেন? এ প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী সোনাল সিনহা জানিয়েছেন এ ব্যাপারে বিস্তারিত বক্তব্য রয়েছে কমিশনের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সে বক্তব্য হলফনামা আকারে পেশ করার নির্দেশ দিয়েছে।পুরভোট নিয়ে এখনই অনিশ্চয়তার কিছু দেখছেন না পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর মতে আদালতের হলফনামা চাওয়া খুবই স্বাভাবিক।
আরও পড়ুনঃ এবার থেকে ১ জানুয়ারি দিনটি ‘ছাত্র দিবস’ হিসেবে পালিত হবে রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, তাঁদের দলের রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় পুরভোট নিয়ে মামলা করেছেন। বিচারাধীন বিষয়ে তিনি এখন কিছু বলবেন না। পরে অবশ্য তিনি বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশন যখন আমাদের নিরাপত্তা দেবে না, তখন আমাদের তরফে আইনের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় কি!’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584