এবার থেকে ১ জানুয়ারি দিনটি ‘ছাত্র দিবস’ হিসেবে পালিত হবে রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
174

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

১ জানুয়ারি দিনটি এবার থেকে স্টুডেন্টস ডে বা ‘ছাত্র দিবস’ হিসেবে পালন করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক থেকে এই ঘোষণা করেছেন তিনি। ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। পরবর্তীকালে এই দিনটিকে ‘মা-মাটি-মানুষ দিবস’ হিসেবে পালন করার কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। এবার সেই দিনটিকেই ‘ছাত্র দিবস’ হিসেবে বেছে নিলেন মুখ্যমন্ত্রী।

CM Mamata Banerjee
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা আগামী ২০ ডিসেম্বর রাজ্যে শিক্ষা মেলা হবে এবং ওই দিন ১০ হাজার পড়ুয়াকে ক্রেডিট কার্ড দেওয়া হবে। ১ জানুয়ারি যাতে একসঙ্গে অনেক ছাত্রছাত্রীকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড দেওয়া হয়, শিক্ষা দপ্তরকে সেই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।এ ছাড়া বিবেকানন্দ স্কলারশিপ দেওয়ার জন্য ১২ জানুয়ারি দিনটিকে বেছে নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, শিক্ষা দপ্তর এ দিন জানিয়েছে যে, শিক্ষা মেলার দিন অর্থাৎ ২০ ডিসেম্বর ক্যাম্প থেকেই সরাসরি ক্রেডিট কার্ড দেওয়া হবে। ১৫০ থেকে ২০০ কোটি টাকা এই দিন পড়ুয়াদের সরকারের পক্ষ থেকে ঋণ দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর।

আরও পড়ুনঃ বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় আজ বিধানসভায় প্রস্তাব পাস

এদিন মুখ্যমন্ত্রী পরামর্শ দেন প্রতি মাসে বা প্রতি ১৫ দিন অন্তর যদি এরকম একটা করে মেলা করা যায়, তাহলে পড়ুয়াদের ঋণ পেতে সুবিধা হবে। যাদের একটা কোর্স শেষ হয়ে যাচ্ছে, তারাও এই ঋণ নিতে পারবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here