নির্দেশের পরেও কিভাবে বাজির রমরমা! পুলিশ-প্রশাসনকে ভর্ৎসনা আদালতের

0
72

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কালীপুজো থেকে আরম্ভ করে ছট পুজো পর্যন্ত সমস্ত পূজার বাজি বিক্রি এবং ফাটানো নিষিদ্ধ করে দিয়েছিল হাইকোর্ট। তারপরেও খোলাবাজারে রমরমা করে বিক্রি হচ্ছে বাজি। শুধু তাই নয়, তার ছবি প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমেও। আর তার জেরেই এবার বাজি নিয়ে হাইকোর্টের ভৎসনার মুখে রাজ্য সরকার।

Judgement | newsfront.co
প্রতীকী চিত্র

মঙ্গলবার এই সংক্রান্ত দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। রাজ্য জুড়ে আতশবাজি পোড়ানো ও বিক্রি নিয়ে রাজ্য প্রশাসনকে আরও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

এদিন মামলার শুনানিতে রাজের কাছে ডিভিশন বেঞ্চ জানতে চায়, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সংবাদমাধ্যমে বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে এখনও বাজারে বাজি পাওয়া যাচ্ছে। আদালতের নির্দেশের পরেও বাজির রমরমা কিভাবে ? তা নিয়ে প্রশ্ন তোলেন ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি।

আরও পড়ুনঃ নবান্নে কোভিড বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান

এ বিষয়ে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আদালত নির্দেশ দিতে পারে। কিন্তু সেই নির্দেশকে পালন করার দায়িত্ব পুলিশ প্রশাসনের। এ বিষয়ে আদালতের নির্দেশ পাওয়ার পরেই প্রশাসনের উচিত ছিল পুলিশের একটি বিশেষ টিম দিয়ে নজরদারি চালানো। এ নিয়ে পুলিশ প্রশাসনকে আরও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ কালীপুজো-জগদ্ধাত্রী পুজোয় লোকাল ট্রেন না চালানোর জন্য পরামর্শ হাইকোর্টের

এছাড়াও ডিভিশন বেঞ্চ বাজি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য ১২ নভেম্বরের মধ্যে একটি হেল্পলাইন নম্বর চালু করার নির্দেশ দিয়েছে রাজ্যকে। কলকাতা পুরসভা এবং রাজ্যের অন্যান্য পুরসভা এলাকায় পুর প্রতিনিধিদের পাড়ায় পাড়ায় প্রচার চালানোর নির্দেশও দিয়েছে আদালত।

এদিন মামলার শুনানিতে রাজ্যের আবেদন, আদালত এ বিষয়ে রাজ্য প্রশাসনের উপর ভরসা রাখুক, রাজ্য প্রশাসন এনিয়ে যথাযথ ব্যবস্থা নেবে। তার প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যদিও আদালতের ইচ্ছা ছিল যে বাজি নির্দেশের অন্যথা হলে সংশ্লিষ্ট ডিএম, এসপি, সিপি দায়ী থাকবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here