শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
২০১৩ সালে গার্ডেনরিচে ছাত্র সংসদ নির্বাচনে আচমকা গুলিচালনায় মৃত্যু হয়েছিল সাব ইনস্পেক্টর তাপস চৌধুরী। তারপর সুদীর্ঘ ৭ বছর কেটে গেলেও সেই মামলা এখনও চলছে হাইকোর্টেই। ওই মামলার মূল অভিযুক্ত আব্দুস সুভানের কিছুদিন আগেই জামিনের আর্জি জানায়। কিন্তু তার এই জামিনের আবেদন শনিবার খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে গার্ডেনরিচ এলাকায় হরিমোহন ঘোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আচমকা গুলি চললে ঘটনায় কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর তাপস চৌধুরী গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনায় মোট ৯ জন গ্রেফতার হয়। তাদের মধ্যে মূল অভিযুক্ত এই আব্দুস শুভান।
আরও পড়ুনঃ করোনার চিকিৎসার বর্জ্য ফেলা নিয়ে নয়া উদ্যোগ স্বাস্থ্য দফতরের
এছাড়াও সেদিনের গুলি চালানোর ঘটনায় তাপস চৌধুরীর দেহ থেকে উদ্ধার হওয়া গুলি এবং অভিযুক্তের থেকে উদ্ধার হওয়া গুলি একই বলেই প্রমাণ পাওয়া গেছে ফরেনসিক রিপোর্টে।
নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন অন্যান্য সাক্ষীরাও একে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছেন। নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণ পর্বও প্রায় শেষ হয়ে গেছে বলে জানান সরকারি আইনজীবী। এই অবস্থায় মূল অভিযুক্তকে ছেড়ে দিলে বিচার প্রক্রিয়া ধাক্কা খাবে বলে মন্তব্য করেন তিনি। এরপরই এদিন মূল অভিযুক্তের জামিন খারিজ করে দেয় হাইকোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584