শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বারবার হলফনামা দিতে বলা হয়েছিল রাজ্যকে। কিন্তু হাইকোর্টের নির্দেশ মেনে কোনদিনই হলফনামা পেশ করেনি রাজ্য। এই পরিস্থিতিতে হাইকোর্ট বিভিন্ন আবেদনের ভিত্তিতে ১০০ কোটি টাকা গরমিলের হিসেবে সরাসরি ক্যাগকে তদন্তের নির্দেশ দিয়েছে।
শুক্রবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার দাবি জানাল রাজ্য। কিন্তু সেই আবেদন শোনামাত্রই তা খারিজ করে দেয় হাইকোর্ট।এই মামলায় আগের নির্দেশই বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতির মন্তব্য, এই মামলায় রাজ্যকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ রাজ্যে পুলিশের সম্মান ফেরানোর প্রতিশ্রুতি দিলীপের
আর সময় দেওয়া সম্ভব নয়। প্রয়োজনে এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারে বলেও এই মন্তব্য করেন প্রধান বিচারপতি।প্রসঙ্গত আমফান ত্রাণ বন্টন নিয়ে বছরের শুরু থেকেই বিপাকে রাজ্য সরকার। প্রথম দফায় দুর্নীতি হয়েছে কবুল করে ফের মুখ্যমন্ত্রী দ্বিতীয় দফায় ত্রাণ বন্টনের ব্যবস্থা করেন।
আরও পড়ুনঃ সাগরদিঘীতে লোকাল ট্রেন চালুর দাবিতে রেল অবরোধ
কিন্তু তাতেও জনস্বার্থ মামলার ভিত্তিতে বিপুল গরমিল হিসাবের খোঁজ পেয়েছে হাইকোর্ট। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কম্পট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগকে। আদালতের উল্লেখ পড়বে মামলার উল্লেখ করে এই মামলায় রাজ্যের কিছু বক্তব্য আছে বলে জানান, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।
আদালতের এই নির্দেশের পুনর্বিবেচনার আবেদন রাখেন তিনি। কিন্তু তার আর্জি খারিজ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় আর কোনও মতেই এই রায় পুনর্বিবেচনা করা সম্ভব নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584