পরীক্ষা চলাকালীন শ্বাসকষ্ট, হাসপাতালে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

0
74

মনিরুল হক, কোচবিহারঃ

পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পরায় উচ্চ মাধ্যমিকের এক ছাত্রীকে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুরে ওই ছাত্রীর পরীক্ষা কেন্দ্র কোচবিহার উচ্চ বালিকা থেকে অ্যাম্বুলেন্সে করে এনে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম সুরদীপা দে। সে নিউটাউন গার্লস স্কুলের ছাত্রী বলে জানা গিয়েছে।

higher secondary candidate | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন ছিল উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা। অন্যান্য পরীক্ষার্থীদের সাথে সুরদীপাও তাঁর পরীক্ষা কেন্দ্র কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে যায়।

higher secondary candidate | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ফাঁসি আটকাতে নজিরবিহীনভাবে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ নির্ভয়া ধর্ষণে অভিযুক্তরা

পরীক্ষার শেষ দিকে সে শ্বাসকষ্ট অনুভব করতে থাকে। প্রথমে পরীক্ষা কেন্দ্রের মধ্যেই প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে পরীক্ষা শেষে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ডিএসই মেম্বার বিপ্লব মাহন্ত বলেন, “পরীক্ষা চলাকালীন শ্বাসকষ্ট অনুভব করে ওই ছাত্রী। আমরা খবর পাওয়ার পর প্রথমে মেডিক্যাল টিম পাঠাই। পরে আমরা গিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে আসি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here