জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
আজ শনিবার ২রা এপ্রিল, শুরু হয়ে গেল ২০২২ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল সাড়ে নটার সময় পরীক্ষার্থীদের একে একে স্কুলে প্রবেশ করতে দেখা গেল উদয়চাঁদপুর হাইস্কুলে। এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছাত্র-ছাত্রী ২৬১ জন । আজকে প্রথম পরীক্ষা বাংলা, সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত চলবে এই পরীক্ষা ।
আরও পড়ুনঃ লালগোলা মৃদাদপুর প্রাইমারি স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে পড়ুয়াদের জন্মদিন পালন
তবে এ বছরের উচ্চমাধ্যমিক হোম সেন্টার পরীক্ষা আরও ভালো হওয়ার কথা কিন্তু অনেক পরীক্ষার্থী মধ্যে ভালো ভাবে পরীক্ষা দেওয়ার চাহিদা অনেকটাই কম বলে জানিয়েছেন উদয় চাঁদ হাইস্কুলের প্রধান শিক্ষক সামজ্জুহা বিশ্বাস।
আরও পড়ুনঃ বিনে পয়সার বস্ত্র বিপণী ”বেঁচে থাকার লড়াই” উদ্বোধন
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা অতিমারীর জেরে দু’বছর পর ছাত্র ছাত্রীদের নিজেদের স্কুলেই এবার পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই পড়ুয়ারা অনেকটাই স্বতঃস্ফূর্ত। প্রতিটি কেন্দ্রেই কোভিড বিধিকে মান্যতা দিয়ে আসন সংখ্যা ভাগ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে সমস্ত সাইবার কাফে বন্ধ রাখা হয়েছে। স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম সহ বিভিন্ন জায়গায় যাঁরা মোবাইল নিয়ে স্কুলে যাচ্ছেন তাঁদের মোবাইল ফোন বাইরে রাখতে হচ্ছে। কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে স্কুল ও সংলগ্ন অঞ্চল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584