বাড়ল উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের নম্বর জমা দেওয়ার সময়সীমা, ঘোষণা সংসদের

0
67

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

করোনা পরিস্থিতির জেরে অভিভাবকদের মত নিয়েই বাতিল করা হয়েছে এ বছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার পরিবর্তে নেওয়া হবে মূল্যায়ন। কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছে মূল্যায়নের পরিকাঠামোও। আর উচ্চ মাধ্যমিকের সেই মূল্যায়নের নম্বর জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া হয়েছিল ২৩ জুন। তবে ওই সময়ের মধ্যে মূল্যায়ন জমা দেওয়া সম্ভব কি না সেই নিয়ে প্রশ্ন উঠতেই বাড়ানো হল সময়সীমা।

hs result | newsfront.co
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

আরও পড়ুনঃ পুজোর আগেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ উচ্চ মাধ্যমিক সংসদের তরফে জানানো হয়েছে, স্কুলগুলির আবেদনে উচ্চমাধ্যমিকের মূল্যায়নের নম্বর জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল। ২৩ জুনের পরিবর্তে জমা দিতে বলা হয়েছে আগামী ২৮ জুনের মধ্যে। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মূল্যায়ন হবে ২০১৯-এর মাধ্যমিকের ৪টি বিষয়ে পাওয়া সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশের সঙ্গে যোগ হবে ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৬০ শতাংশ। এর সঙ্গে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নম্বরও যুক্ত থাকবে। তবে পরীক্ষার্থী মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে দিতে পারবেন লিখিত পরীক্ষা। সেক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বরই চূড়ান্ত হবে।

আরও পড়ুনঃ ২০ জুলাইয়ের মধ্যে মাধ্যমিক এবং ২৫ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ঘোষণা পর্ষদ-সংসদের

সংসদের তরফে আরও জানানো হয়েছে যে, আগামী ৬ মাস একাদশ শ্রেণির নম্বর সুরক্ষিত রাখতে হবে। যাতে পরীক্ষার্থীদের কেউ নম্বর নিয়ে অসন্তুষ্ট হলে তা যাতে পুনরায় খতিয়ে দেখতে পারেন।

ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, ”চেষ্টা করছি জুলাইয়ের শেষের দিকেই বের করব রেজাল্ট। ২৫ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশিত হতে পারে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here