নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মোবাইলের কারণে আত্মঘাতী ফরাক্কা থানার অর্জুনপুরের মানিকনগর এলাকার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই বাবা-মার কাছে জেদ ধরেছিল নতুন মোবাইল কিনে দেওয়ার জন্য। কিন্তু বাবার হাতে কাজ না থাকার জন্য ছেলের আবদার পূরণ করতে পারেনি। তাই গতকাল মায়ের সঙ্গে বচসা হয় ছেলের।
কিছুক্ষণ পরেই মায়ের কোলে ঢলে পড়ে ছেলে। আর্তনাদ করে মাকে বলে, ‘আমি বিষ খেয়েছি।’ তখনই তড়িঘড়ি বাবা ও মা প্রতিবেশীদের কয়েকজনকে নিয়ে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করান।
আরও পড়ুনঃ কেশপুরে সিপিএম নেতার স্মরণ সভা
মঈন আলী খানকে কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না তার বাবা মা। আজ সকালে মঈন খান জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। ঘটনার তদন্তে নেমেছে ফারাক্কা থানার পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584