উচ্চ মাধ্যমিকের ফল ঘিরে অসন্তোষ জেলায় জেলায়, হস্তক্ষেপ নবান্নের

0
103

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই বিক্ষোভ দেখা যাচ্ছে জেলায় জেলায়। ভুরি ভুরি অভিযোগের জেরে মুখ্যসচিব নবান্নে তলব করেন

HS student
সৌজন্যেঃ হিন্দুস্তান টাইম

সংসদের সভানেত্রী মহুয়া দাসকে। উচ্চ মাধ্যমিকের ফলের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় দুজনের। বৈঠকের পরে সংসদকে উদ্ধৃত করে এক বিবৃতি প্রকাশ করা হয় নবান্নের তরফে। তাতে বলা হয়েছে, রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষার্থীদের সমস্ত অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে হবে সংসদে।

সামগ্রিক করোনা পরিস্থিতি বিবেচনা করে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করে সংসদ। সিদ্ধান্ত নেওয়া হয়, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রত্যেক পরীক্ষার্থীর মূল্যায়ন করা হবে। বৃহস্পতিবার ফল ঘোষণা হলে দেখা যায়, ৯৭.৭০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে কলা বিভাগে পাশের হার ৯৮.৪৭ শতাংশ, বিজ্ঞান বিভাগে ৯৯.২৮ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৯৯.০৮ শতাংশ।

আরও পড়ুনঃ হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে তৃতীয় মুর্শিদাবাদের সারিফা

সংসদের পরিসংখ্যান অনুযায়ী, রেকর্ড সংখ্যায় পৌঁছেছে পাশের হার। কিন্তু তাও গত দুদিনে বিভিন্ন জেলা থেকে পরীক্ষার ফল নিয়ে অসংখ্য অভিযোগ জমা হয়েছে। জেলায় জেলায় স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে পড়ুয়া এবং অভিভাবকদের। অভিযোগ উঠেছে ইচ্ছাকৃত ভাবে কলা বিভাগের ছাত্রীদের কম নম্বর দেওয়া হয়েছে। পরিস্থিতি জটিল হচ্ছে দেখে শেষপর্যন্ত হস্তক্ষেপ করে নবান্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here