ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
ভারতে করোনা সংক্রমণের রেখচিত্র ক্রমশ ঊর্ধ্বমুখী। কিছুতেই পরিস্থিতি বাগে আনা যাচ্ছে না। আগের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়ে এদিন দেশে একদিনে সর্বাধিক আক্রান্তের ঘটনা ঘটেছে।
India's #COVID19 case tally crosses 11 lakh mark with highest single day spike of 40,425 new cases & 681 deaths reported in the last 24 hours.
Total cases stand at 11,18,043 including 3,90,459 active cases, 7,00,087 cured/discharged/migrated & 27,497 deaths: Health Ministry pic.twitter.com/Zf5TOgWYuS
— ANI (@ANI) July 20, 2020
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সকালের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৪০৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮১ জনের। একইসঙ্গে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১১৮০৪৩ এ।
আরও পড়ুন:স্কুল খোলার ব্যাপারে অভিভাবকদের মতামত চাইল কেন্দ্র
এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৩৯০৪৫৯, অপরপক্ষে মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে ফেরার সংখ্যা ৭০০০৮৬। একইসঙ্গে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪৯৭এ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584