বীরপাড়াতে আগামীকাল বিমলের সভা, প্রস্তুতি তুঙ্গে

0
64

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

গোর্খা জন মুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং-এর সভা ঘিরে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। রবিবার আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া শহর লাগোয়া প্রগতি ময়দানে গুরুং এর সভা সফল করতে জোর কদমে প্রচার চালাচ্ছে বিমল পন্থীরা।

stage pepareation | newsfront.co
প্রস্তুতি ৷ নিজস্ব চিত্র

শনিবার ময়দানে গিয়ে দেখা গেল  মঞ্চ তৈরীর জন্য জোর প্রস্তুতি চলছে। ডুয়ার্সের নাগরাকাটা থেকে শুরু করে আলিপুরদুয়ার জেলার প্রান্তিক ব্লক কুমারগ্রাম পর্যন্ত বিভিন্ন এলাকার বিমলপন্থী নেতা, কর্মী ও সমর্থকরা এই সভায় যোগ দেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ কান্দিতে বঙ্গধ্বনি যাত্রায় আক্রান্ত সেনা জওয়ান

দীর্ঘদিন অজ্ঞাতবাস কাটাবার পর বিমল গুরুং প্রকাশ্যে আসতেই ডুয়ার্সের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

গত বিধানসভা ভোটে মাদারিহাট বিধানসভা আসনটি বিপুল ভোটে জয়ী হয়েছিল বিজেপি তাই গেরুয়া শিবিরের ভিত আলগা করতে মাদারিহাট বিধাসভা কেন্দ্রের বীরপাড়াকেই বিমল গুরুং বেছে নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here