অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল বৃহন্নলারা

0
85

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

hijra | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহন্নলা দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা রিস্তার উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা শারদীয়া শিক্ষা সদন সেবা সমিতির সহযোগিতায় বুধবার রামনগর ১ নং ব্লকের দীঘা ডিএল স্কুলের পদিমা-১অঞ্চলে তিনশো অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ লক্ষ্য বিধানসভা নির্বাচন! করোনা আবহেও বাংলায় প্রচুর কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মূলত এই মহামারীর কারণে আর্থিক সংকটে ভুগছে বহু দিন আনা দিন খাওয়া মানুষ, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। এই দিন এই কর্মসূচিতে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি রামনগর ১ নং ব্লকের সভাপতি শম্পা মহাপাত্র খাদ্য সামগ্রী তুলে দেন।

উপস্থিত ছিলেন পদিমা-১ পঞ্চায়েতের প্রধান কেয়া দলাই,উপ প্রধান কল্যাণ জানা, শিক্ষক শিবব্রত পন্ডা,বিশিষ্ট সমাজসেবী অশোক চন্দ,সদস্যা পুষ্প জানা,রিস্তা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাগণ। বৃহন্নলাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দীঘা দেবেন্দ্র লাল জগবন্ধু শিক্ষা সদনের প্রধান শিক্ষক তাপস কুমার বেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here