পূজোর আগেই নবনির্মিত পঞ্চম মহানন্দা সেতু খুলে দেওয়া হচ্ছে

0
68

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

দীর্ঘ টালবাহানার পর অবশেষে প্রায় শেষ হতে চলেছে শিলিগুড়ির পঞ্চম মহানন্দা সেতু।পূজোর আগেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে নবনির্মিত সেতুটি। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি রামঘাট লাগোয়া নবনির্মিত পঞ্চম মহানন্দা সেতু পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতমদেব।

নিজস্ব চিত্র

এদিন পর্যটনমন্ত্রী ছাড়াও সেতুর কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন এসজেডি এর সিইও সহ অন্যান্য আধিকারিকেরা। পর্যটন মন্ত্রী গৌতমদেব বলেন যে বিগত সরকারের খামখেয়ালিপনার কারনেই এই সেতু নির্মানের কাজ এতো দেরি হয়েছে।ইতিমধ্যেই এই সেতু নির্মানে নয় কোটিটাকা খরচ হয়ে গিয়েছে এবং আরো এককোটি টাকা খরচ হবে সেতু নির্মানের কাজ শেষ হতে। পূজোর আগেই এই সেতু শহরবাসীকে উপহার হিসেবে দেবে রাজ্য সরকার।সেতু উদ্বোধনের পর ধীরে ধীরে সেতু লাগোয়া জমি ক্রয় করে রাস্তা বড়ো করার কাজও করা হবে।এর পাশাপাশি তিনি আরও জানান যে নবনির্মিত সেতু নির্মানের ফলে একদিকে যেমন এই এলাকার মানুষ খুব তাড়াতাড়ি শিলিগুড়ি থেকে মাটিগাড়া যেতে পারবে তেমনি শহরে যানজটের প্রভাবও অনেকটাই কমবে। অপরদিকে সেতুটি হওয়ায় খুশি ওই এলাকার সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here