আষাঢ়ের শুরুতেই মরশুমের প্রথম ইলিশ ঢুকলো বাজারে

0
177

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

Hilsa fish | newsfront.co
নিজস্ব চিত্র

মরশুমের প্রথম ইলিশ ঢুকলো বাজারে। দীর্ঘ প্রতীক্ষার পর কয়েক হাজার ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল মাছ ধরতে। আজই প্রথম ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজার মাছের বাজারে প্রায় কুড়ি টন ইলিশ মাছ ঢুকেছে।

fish storage | newsfront.co
ইলিশ। নিজস্ব চিত্র

পাশাপাশি মাছের বাজারে করোনা আবহে, বিশেষ পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এদিন ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজারের কর্মীদের থার্মাল স্ক্রিনিং করা হয় পাশাপাশি মাস্ক বিতরণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

fish market | newsfront.co
নিজস্ব চিত্র
administrator | newsfront.co
প্রশাসনিক আধিকারিকবৃন্দ। নিজস্ব চিত্র

এমনকি পুরো বাজার স্যানিটাইজ করা হয়। প্রশাসনের উদ্যোগে এদিন নগেন্দ্র বাজার মাছের আরত খোলা হয়।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত এলাকাতেও হবে লালারস পরীক্ষা

businessman | newsfront.co
জগন্নাথ সরকার, মৎস্য ব্যবসায়ী। নিজস্ব চিত্র

ডায়মন্ড হারবার সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিক জয়ন্ত প্রধান, দক্ষিণ ২৪ পরগনা জেলা মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ উমাপদ পুরকায়েত, ডায়মন্ডহারবারের মহকুমা শাসক সুকান্ত সাহা ও ডায়মন্ডহারবারের পুলিশ আধিকারিক শান্তনু সেন উপস্থিত থেকে পুরো বিষয়টি তদারকি করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here