নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ভারত বাংলাদেশ সীমান্তে জলঙ্গি দয়ারামপুর ১৪১ নং বিএসএফ ক্যাম্পের এরিয়া থেকে বিপুল পরিমাণে ইলিশ উদ্ধার। বিএসএফ জওয়ানদের নজরে আসে বেশ কয়েকজন ছোটো নৌকা নিয়ে আসছে। তাদের দেখে সন্দেহ হওয়ায় কাছে যেতেই নৌকা থেকে পালিয়ে যান তারা। তাড়াহুড়োয় তাদের কাছে থাকা ইলিশ মাছগুলিও ফেলে পালিয়ে যায় তারা।
জানা গেছে, প্রায় ২৫৭ কেজি ইলিশ মাছ উদ্ধার হয়েছে।বিএসএফ সূত্রে খবর, উদ্ধারকৃত ইলিশ মাছের বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। বিএসএফের এক আধিকারিক জানান যে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে সীমান্তে বেশি জওয়ান মোতায়ন করা হয়েছিল। সেই পরিস্থিতিতে বেশ কিছু চোরাচালান কারিরা বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে ইলিশ মাছ নিয়ে আসছিল। তখন তাদেরকে দেখে জওয়ানদের একটি দল তাড়া করলে, তারা ইলিশ মাছ ফেলে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ বাবাকে হুমকি দিয়ে নাবালিকা মেয়েকে বিয়ে,পরে শ্বাসরোধ করে খুন ডোমকলে
তবে এই ঘটনায় যদিও কাউকে আটক করতে পারেনি বিএসএফ। উদ্ধার হওয়া ইলিশ মাছগুলি জলঙ্গির কাস্টম অফিসে জমা করা হবে বলে জানিয়েছেন এক বিএসএফ আধিকারিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584