নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
১৩ মে ওটিটি এবং সিনেমাহলে একসঙ্গে মুক্তি পাচ্ছে ভাইজান সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে’। অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত সলমনের। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘রাধে’র ট্রেলার।
ট্রেলারেই নিজের ডায়লগে সল্লুভাই করলেন বাজিমাত।
“একবার যো ম্যায়নে কমিটমেন্ট কর দি, উসকে বাদ তো ম্যায় আপনে আপকা ভি নেহি সুনতা”– ‘ওয়ান্টেড’ ছবির সেই বিখ্যাত সংলাপে ‘রাধে’র ট্রেলার কাঁপালেন সলমন খান।ছবিটি হলে মুক্তি পাওয়ানোর আর্জি জানিয়ে ভাইজানকে চিঠি পাঠিয়েছিলেন হল মালিকরা। তাঁদের নিরাশ করেননি ভাইজান। প্রতিশ্রুতি রেখেছেন।
চিত্রনাট্য আর সংলাপের কেরামতিতে হাড়হিম করা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে ছবিতে। রয়েছে খলনায়কের ছলচাতুরি। উপরি পাওনা পুলিশ অফিসারের সঙ্গে নায়িকার রোম্যান্স। মোদ্দাকথা বিনোদনে ঠাসা এই ছবি। সল্লু ভাই থাকবেন আর সেখানে অ্যাকশন থাকবে না, তা কি হয়?পরিচালকের ভূমিকায় প্রভু দেবা। ২ মিনিট ৫১ সেকেন্ডের ট্রেলার ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুনঃ লাহিড়ী বাড়িতে এনগেজমেন্ট সেলিব্রেশন
ইদে বাড়িতে বসেই ভাইজানের ছবি দেখবেন দর্শক। ইচ্ছে হলে যেতে পারবেন প্রেক্ষাগৃহেও।এই ছবিতেও সলমনকে পুলিশের অবতারে আনছেন পরিচালক। খলনায়কের চরিত্রে দেখা যাবে রণদীপ হুডাকে। পুলিশ অফিসার রাধে অর্থাৎ সলমনের প্রেমিকার ভূমিকায় দেখা যাবে দিশা পাটানিকে। আর তাঁর দাদার ভূমিকায় টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফ অভিনয় করেছেন। ট্রেলারে ধরা দিলেন তিনিও।
সলমন খানের ছবিতে আইটেম নম্বর থাকবে না এমনটা কমই হয়েছে। এই ছবিতে আইটেম সং আর মন মাতানো নাচ দেখবেন দর্শক। আইটেম ডান্সারের ভূমিকায় দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে। এবার সেই শুভদিনের অপেক্ষা মাত্র৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584