নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাংলা ছবির দুনিয়ায় পার্থসারথি জোয়ারদারের অবদান নিয়ে নতুন করে বলার কিছু নেই। বহু বাংলা ছবি পরিচালনার পর এবার তিনি বানালেন হিন্দি ছবি ‘অগর তুম মিল যাও’। এর আগে যদিও হিন্দি শর্ট ফিল্ম বানিয়েছেন তিনি। এবার বৃহৎ পরিসরে নিয়ে এলেন নিজের গল্প ও চিত্রনাট্য। ছবিটিকে প্রথমে হলে নিয়ে আসতে চান তিনি৷ তারপরে ওটিটি-তে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুবের কে খান (বিক্রম), শ্রদ্ধা তিওয়ারি (পায়েল), নীল মতওয়ানি (আরভ), রাজেশ শর্মা (বিবেক, পায়েলের বাবা) সহ থিয়েটার জগতের বহু অভিনেতা। ছবির কাহিনি ও চিত্রনাট্য পার্থসারথি জোয়ারদারেরই লেখা ৷ সঙ্গীত পরিচালনায় সঞ্চয়িতা জোয়ারদার। গান লিখেছেন সুদীপ ভট্টাচার্য। ডিওপি মলয় মণ্ডল। শিল্প নির্দেশনায় মুকেশ সিং। কস্টিউম করেছেন মীরা আগরওয়াল। ক্রিয়েটিভ তরুণ সিং।
এবার গল্পটা একটু বলা যাক। আসাম থেকে বিক্রম আসে বিবেক বাবুর বাড়িতে। কিছুদিন সেখানে থেকে আর্ট কলেজে ভর্তি হতে চায়। বিবেকের দুই মেয়ের ঘোর আপত্তি তাতে। বাড়িতে দুজন যুবতী থাকতে একটা ছেলেকে কেন আশ্রয় দিল তাদের বাবা। বড় মেয়ে পায়েল প্রথম দিন থেকেই বিক্রমের সঙ্গে খারাপ ব্যবহার করে। কিন্তু বিক্রমের ভাল লাগে পায়েল কে। পায়েল সেটা বুঝতে পেরে আরো আরো অপমান করে বিক্রমকে। পায়েল বলে, তার স্বপ্ন তার সঙ্গে যার বিয়ে হবে সে হবে একদিকে সুদর্শন, অন্যদিকে ধনী। তার জীবন হবে কোনও স্বপ্নের রনির মতো।…
পায়েলের জীবনে আসে আরভ। যার মতো এক পুরুষকে পায়েল রাতদিন স্বপ্নে দেখত। আরভ, অনেক মেয়েরই ক্রাশ। আরভের সঙ্গে পায়েলের মেলামেশা শুরু হয়। সম্পর্ক গভীর হয়। ঘনিষ্ঠ হয় তারা। একদিন পায়েল বুঝতে পারে সে প্রেগনেন্ট। ভয় পায়। আরভ কে জানায়। আরভ খুশি হয়ে বিয়ের দিন ঠিক করতে বলে। ওদের বিয়ের দিন ঠিক হয়।
আরও পড়ুনঃ কর্ণ-রাধিকার সাম্রাজ্যে এলেন ফাহিম, মন মাতাচ্ছে ছোট্ট আরুষ
বিক্রম সব জানতে পেরে আসামে ফিরতে চায়। বিবেক বাবু আটকায়। বিয়ে না হওয়া পর্যন্ত বিক্রমকে ছাড়তে চায় না বিবেক। যন্ত্রণা বুকে চেপে বিক্রমই বিয়ের আয়োজন করতে থাকে। বিয়ের দিন যত এগিয়ে আসে, আরভের কোনও খবর পাওয়া যায় না। পাগলের মতো সবাই আরভ কে খুঁজতে থাকে। হঠাৎ একদিন টিভির পর্দায় ভেসে ওঠে আরভের মুখ। সবাই হতবাক। কোথায় আছে আরভ? পায়েলের জীবনে কি ফিরবে সে? এহেন সব প্রশ্নের উত্তর সাজিয়েই আসছে ‘অগর তুম মিল যাও’।
আরও পড়ুনঃ প্রতীকের হাত ধরে প্রবাসী বাঙালির কণ্ঠে হাজির ‘আমার প্রাণের মানুষ’
‘বার্লিয়া ফিল্মস’-এর ব্যানারে আরতি বিজয় সিংঘালের প্রযোজনায় আসছে এই ছবি। কবে ছবিটি মুক্তি পাবে তা নিয়ে কোনও আভাস দেননি পরিচালক। তাঁর কথায়- “পরিস্থিতি আবার খুব জটিল। কবে নাগাদ রিলিজ করতে পারব জানি না। তবে, আগে হলে রিলিজ করাব। তারপর ওটিটি-র কথা ভাবব। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল হিন্দি ছবি করার। হয়ে উঠছিল না। এবার হল।”
পার্থসারথি জোয়ারদারের সঙ্গে কাজ করতে পেরে খুব খুশি জুবের এবং শ্রদ্ধা। জুবের এবং শ্রদ্ধা দুজনেই হিন্দি ছবি এবং সিরিয়ালের জনপ্রিয় মুখ। তাঁদের দুজনের একই কথা- “এত সহজে কাজটা হয়ে গেল বুঝতেই পারলাম না। পার্থ স্যার নিজের মতো করে কাজটা করিয়ে নিলেন আমাদের দিয়ে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584