বলিউডে পা রাখলেন বিক্রম, প্রকাশ্যে এল প্রথম হিন্দি ছবি ‘মেমোরি এক্স’-এর পোস্টার

0
231

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্ক :

বলিউডে পা রাখলেন টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, রুক্মিনী মৈত্র, টোটা রায়চৌধুরীর পর এবার বলিউডে ডেবিউ করছেন বাঙালি তারকা বিক্রম। সপ্তমীর দিনই প্রকাশ্যে এল তাঁর অভিনীত প্রথম হিন্দি ছবি ‘মেমোরি এক্স’-এর পোস্টার। এদিন বিক্রম নিজের ইনস্টাগ্রামেই এই ছবির প্রথম পোস্টার প্রকাশ করেন। এটিই ভারতের প্রথম সাইকোলজিক্যাল রোমান্টিক ছবি হতে চলেছে।

Vikram Chatterjee

নিজের ইনস্টাগ্রাম হ্যাণ্ডেলে ছবির পোস্টার প্রকাশ করে বিক্রম লেখেন, “প্রথম কাজ সমসময়ই স্পেশ্যাল হয়। আর এটি হচ্ছে আমার প্রথম হিন্দি ছবি ‘মেমোরি এক্স’-এর টিজার পোস্টার। ভারতের প্রথম সাইকোলজিক্যাল রোম্যান্সের গল্প বলবে এই ছবি। যার চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন তথাগত মুখোপাধ্যায়ের। আমার সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিনয় পাঠক ও স্মৃতি কালরা-কেও। ছবিটি প্রযোজনা করেছেন অভিনব ঘোষ, তানিয়া মুখোপাধ্যায়, তথাগত এবং দেবলীনা প্রযোজনা সংস্থা। আপনাদের ভালবাসা ও শুভেচ্ছা চাই। শুভ সপ্তমী।”

আরও পড়ুনঃ ‘অ্যাকশন হিরো’-তে নয়া অবতারে আয়ুস্মান, প্রকাশ্যে এল টিজার

টলিউড অভিনেতা বিক্রমকে এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন বিক্রম। মৈনাক ভৌমিকের ‘বেডরুম’ সিনেমার মাধ্যমে তাঁর টলিউডে যাত্রা শুরু। এছাড়াও, ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’য় তাঁর অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। বর্তমানে জনপ্রিয় বাংলা রিয়্যালিটি শো ড্যান্স বাংলা ড্যান্স’-এ সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। এরই মধ্যে বলিউড সিনেমার কাজ শুরু করে দিয়েছেন অভিনেতা বিক্রম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here