‘পাক্কা মুসলমান’ বলে পতাকা ছেঁড়া কিশোর আসলে হিন্দু

0
282

ওয়েবডেস্কঃ-

বর্তমানে দেশে এটা ট্রেন্ড হয়ে গেছে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে কাউকে মারধর এমনকি খুন করে ভিডিও করা।পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো।

সেরকমই আরেক ঘটনার সাক্ষী থাকল গুজরাটের সুরাট।স্বাধীনতা দিবসের পর এক ভিডিওতে দেখা যায় নিজেকে ‘পাক্কা মুসলমান’ দাবি করে জাতীয় পতাকা ছিঁড়ছে এক কিশোর। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায়
পোস্ট হয় রোহিত সারদানা নামের  এক সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট থেকে। যদিও সেই অ্যাকাউন্ট ‘অনুমিশ্রবিজেপি’ নামে। সেই টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার আছে বহু বিজেপি নেতা থেকে শুরু করে বহু বিজেপি সমর্থক। ।ভিডিওটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। শুরু হয় সাম্প্রদায়িক বিষ ছড়ানো ।

সেই কিশোর(ছবি- টুইটার)

পরে দ্বিতীয় ভিডিও প্রকাশ‍্যে আসে। তাতে দেখা যায় উত্তেজিত জনতা সেই কিশোরকে মারধর করছে। শেষপর্যন্ত জনতা তাকে ‘ভারত মাতা কি জয়/পাক্কা হিন্দু হুঁ’ বলিয়ে নিচ্ছে।

পুলিশের তদন্তে নেমে জানতে পারে নিজেকে ‘পাক্কা মুসলমান’ দাবি করা ভারতীয় জাতীয় পতাকা ছেঁড়া সেই কিশোর আসলে হিন্দু। জানা গেছে, ভিডিও দুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ওই কিশোরসহ দুজনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ করে করে জানা যায়, ওই কিশোর আসলে হিন্দু। পরে ঐ কিশোরকে সহ   আরেকজনকে সাবধান করে ছেড়ে দেওয়া হয় এবং পুলিশের তরফ থেকে জানানো হয়  কিশোরটি মজা করার জন্য ভিডিওটি করেছিল।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here