করোনায় মৃত রুগীকে বাড়িতেই কবরস্থ করলো হিন্দু পরিবার

0
63

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

করোনা আক্রান্ত মৃত রুগী কে বাড়ির মধ্যেই মাটি খুঁড়ে কবরস্থ করলো হিন্দু পরিবার, প্রতিবেশী থেকে শুরু করে প্রশাসনের কোন আধিকারিক এগিয়ে এলো না। এমনই এক ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার আড়র গ্রামে। জানা গিয়েছে গ্রামের বাসিন্দা, এক ব্যক্তি কলকাতায় পার্ক সার্কাসের লেদ কারখানায় কাজ করতো।

corona patient | newsfront.co
নিজস্ব চিত্র

কলকাতা থেকে ফিরে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্বর ও শ্বাসকষ্ট শুরু হলে কোলাঘাট ব্লক হাসপাতাল নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে প্রথম দিন চিকিৎসা করার পরে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় চিকিৎসকরা। এরপরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরের দিন করোনা উপসর্গ দেখা দিলে তার লালা রস পরীক্ষা করা হয়। পরের দিন সকালে কোলাঘাট ব্লক হাসপাতালে টেস্ট করিয়ে ছেড়ে দেয়া হয় ওই রুগীকে। ওই রুগীর বাড়ির লোকজন তাকে বাড়িতে নিয়ে গিয়ে রাখে।

আরও পড়ুনঃ করোনা পরীক্ষার যন্ত্র আবিষ্কার করে তাক লাগাল খড়গপুর আইআইটি

পরের দিন করোনা পজেটিভ আসে ওই ব্যক্তির। সকাল দশ টায়। কিন্তু পরিবারের লোকজন বারে বারে স্বাস্থ্য দফতর, পঞ্চায়েত দফতর ও পুলিশকে জানানো সত্ত্বেও কেউ আসেনি করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। শেষে বেলা ১২ টায় বাড়িতে মারা জান ওই বৃদ্ধ। মৃত্যুর পরে শুরু হয় হিন্দু ধর্মে সৎকার করার কাজ।

গ্রাম প্রধান, নেতা, পুলিশ, স্বাস্থ্য দফতর কেউ এগিয়ে আসেনি সৎকার করার জন্য। শেষে স্বাস্থ্য দফতর থেকে দুই ব্যক্তি রাস্তার উপর থেকে পিপিই দুটো কিট বাড়ির দিকে ছুড়ে ফেলে দিয়ে চলে যায়। ওই মৃত ব্যক্তির দুই ছেলে ওই পিপিই কিট পরে রাত্রি বারোটা নাগাদ বাড়ির বাউন্ডারির মধ্যে সরকারি রাস্তার ধারে মাটি খুঁড়ে তাদের বাবাকে কবরস্থ করেন।

আরও পড়ুনঃ মালদহ রেল হাসপাতালের মেল ওয়ার্ড বন্ধ করলো কর্তৃপক্ষ

মৃতের পরিবারের ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও ওই পরিবারের সদস্য দের সরকারি ভাবে স্বাস্থ্য দফতর থেকে লালারস সংগ্রহ করা হয়নি বলে খবর। পরিবারের লোকজন আতংকিত ও গ্রামের লোকজনও আতংকিত। কারণ ওই করোনা মৃত রুগী কে সরকারি ভাবে গোপন জায়গা তে দাহ না করে পরিবারের লোক জন বাড়ির বাউন্ডারির মধ্যে সরকারি রাস্তার ধারে মাটি খুঁড়ে কবরস্থ করেছে।

তাই ওই মৃতদেহ থেকে গোষ্ঠী সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে এই আতংকে ভুগছেন গ্রামবাসী থেকে প্রতিবেশীরা। তবে প্রশাসনিক ভাবে এই ঘটনার বিষয়ে কেউ মুখ খুলতে চাননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here