মসজিদেই বিয়ে হিন্দু যুগলের, সম্প্রীতির অনন্য নজির কেরলে

0
59

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

মসজিদেই বিয়ে সারলেন কেরলের এক হিন্দু যুগল। ঘটনাটি ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। এমনকী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাদের অভিনন্দন বার্তাও পাঠিয়েছেন।

hindu couple get married in masjid | newsfront.co
সরথ-অঞ্জুর বিয়ে। চিত্র সৌজন্যঃ ফেসবুক

দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যখন প্রশ্ন উঠছে, হিন্দু-মুসলিম হানাহানিতে রক্তপাত হচ্ছে, তখনই ধর্মনিরপেক্ষতার অটুট প্রমাণ দিল কেরলের এক হিন্দু যুগল।

অঞ্জু ও সরথ– একে অপরের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে উদারবাদের সাক্ষ্য রাখলেন। জাতীয় গণমাধ্যম সূত্রে খবর, কেরলের আলপ্পজা জেলার কায়ামকুলম এলাকার চেরুভল্লি মসজিদে এক হিন্দু যুগলের বিয়ে সম্প্রীতির ঐক্যতান সৃষ্টি করল।

দুই সম্প্রদায়ের পরিবার ও স্বজনেরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। এই মিলনমেলার ঘটনা ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে নেট দুনিয়ায়।

কেরলের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ওই যুগলকে অভিনন্দন জানানোর পাশাপাশি বলেছেন, এটি একটি সাহসী পদক্ষেপ। জামাতের পক্ষ থেকে যারা ওই দুই পরিবারের পাশে থেকেছেন তাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিজয়ন।

আরও পড়ুনঃ পাঁচ দিনের সফরে দার্জিলিং পৌঁছালেন মুখ্যমন্ত্রী

জামাত কমিটির সচিব নুজুমদ্দিন আলুম্মোতিলের তরফে জানা গেছে, পাত্রী অঞ্জুর মায়ের অর্থনৈতিক পরিকাঠামো সবল না হওয়ায় জামাত কমিটি থেকে বিয়ের ব্যবস্থাপনার বেশিরভাগ দায়ভারই নেওয়া হয়। পাশাপাশি জামাতের তরফ থেকে কন্যাপক্ষকে নগদ দুই লক্ষ টাকা এবং দশ জন সদস্যকে সোনা উপহার হিসেবে দেওয়া হয়।

জানা গেছে, বিয়েতে দুই পক্ষের তরফে সর্বমোট ১০০০ জন অতিথি নিমন্ত্রিত ছিল। ভোজ হিসেবে নিরামিষ রান্না করা হয়েছিল।

সিএএ বিক্ষোভকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে কেরলের ওই যুগল যে উদার মানসিকতার পরিচয় দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয় এবং সাহসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here