নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীকে গুলি চালানোর ঘটনায় দুষ্কৃতীকে সম্মানিত করবে হিন্দু মহাসভা। তাদের যুক্তি গডসের মতোই এক দেশপ্রেমিকের কাজ করেছে ওই দুষ্কৃতী।
হিন্দু মহাসভার মুখপাত্র অশোক পাণ্ডে জানিয়েছেন, দেশবিরোধীদের বিরুদ্ধে গুলি চালিয়ে বাহবা দেওয়ার মতোই কাজ করেছে ওই দুষ্কৃতী।
আরও পড়ুনঃ সিএএ-র মাধ্যমে গান্ধিজির স্বপ্নপূরণ হয়েছে বলেই মনে করেন রাষ্ট্রপতি
যারা দেশের বিরুদ্ধে কথা বলে, দেশ বিরোধী কাজ করে তাদের এভাবে গুলি মারাই উচিত বলে মনে করেছেন হিন্দু মহাসভার ওই মুখপাত্র। এই ক্ষেত্রে ওই দুষ্কৃতী তাকে গুলি করে সাথে সাথে ‘আজাদী’ দেওয়ার মতো কাজ করে খুব ভাল করেছে বলে মনে করছে অশোক পাণ্ডে।
তিনি জানিয়েছেন, ওই নাবালক দুষ্কৃতীকে হিন্দু মহাসভার তরফে পুরষ্কৃত করা হবে এবং তার আইনি খরচার ভার বহন করা হবে।
জানা গেছে, আহত জামিয়ার পড়ুয়াকে তড়ঘড়ি এইমস-এ ভর্তি করা হয়। তার বাম হাতে গুলি লেগেছিল। বৃহস্পতিবার, গান্ধির শহীদ দিবসের দিন জামিয়ার পড়ুয়ারা রাজঘাটে যাওয়ার জন্য জমায়েতে সামিল হচ্ছিলেন। কিন্তু পুলিশ ব্যারিকেড বসিয়ে সেই মিছিল আটকে দেয়।
আরও পড়ুনঃ আইবিএম-এর নতুন সিইও পদে অরবিন্দ কৃষ্ণের নাম ঘোষণা
ঠিক তখনই এই ঘটনাটি ঘটে। সেখানে দিল্লি পুলিশ উপস্থিত থাকলেও কিছু করে না। পুলিশের সামনেই গুলি চালায় সে। গুলি চালানোর সময় তার মুখে স্লোগান ছিল ‘দিল্লি পুলিশ জিন্দাবাদ’, ‘জয় শ্রী রাম’।
ভয় দ্বিধাহীন এই নাবালকের ফেসবুক প্রোফাইল খুলে দেখা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে সে একটা ফেসবুক লাইভ করেছিল, যেখানে সম্ভবত সে উল্লেখ করে যে ওই দিন সে কী করতে যাচ্ছে।
পাশাপাশি আরও কয়েকট স্টেটাস আপডেট দেখা যায়, যাতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর পর যেন গেরুয়া কাপড়ে মুড়ে আমাকে নিয়ে যাওয়া হয়’; কোথাও আবার লেখা, ‘শাহিনবাগের খেল খতম’।
আরও পড়ুনঃ সিএএ-এনআরসি নয়, আসন্ন বাজেট নিয়ে চিন্তিত গেরুয়াবাহিনী
রাজনৈতিক মহলে যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে জ্যাকেট, ট্রাউসার পরে,. ৩১৫ বোরের দেশি পিস্তল নিয়ে ফাঁকা রাস্তায় সে যখন আন্দোলনকারীদের দিকে বন্দুক তাক করে স্লোগান দিচ্ছিল, তখন পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন; আবার অনেকেই বলেছেন ‘দিল্লি পুলিশ জিন্দাবাদ’ শুনে দুষ্কৃতীর প্রতি কোথাও সহমর্মী হয়েই কি পুলিশ নিষ্ক্রিয় ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584