নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শিশুদের যত্নে মায়েদের আরও সচেতন করতে এগিয়ে এলো স্কুল।শিশুদের নৈতিক শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকে।পরিবারে মা হচ্ছেন তাদের প্রথম শিক্ষক। মায়ের কাছ থেকেই তারা তাদের জীবনের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়ে থাকে।একটি শিশু তার জীবনের প্রথম ছয় বছরে যা শেখে তা-ই হচ্ছে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা।
এক্ষেত্রে মায়েরাই প্রধান ভূমিকা পালন করে থাকেন। মূলত পরিবার ও পারিপার্শ্বিক অবস্থা থেকেই শিশুরা নীতি-নৈতিকতা শিখে থাকে। বাড়িতে বড়দের মধ্য ভালো,মন্দ যা কিছু শিশুরা লক্ষ্য করে তা তারা অণুকরণের চেষ্টা করে।ফলে অনেক সময় শিশুদের মধ্যে নৈতিক শিক্ষার ঘাটতি দেখা দেয়।এদিকে,আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয় লাইটহাউস।শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব তাদেরই।দেশের শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান বহু শিক্ষা প্রতিষ্ঠানই এই দায়িত্ব পালনে কর্ম প্রচেষ্টা ও নিষ্ঠার সাথে শিশুদের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।বিদ্যালয়ে পাশাপাশি বাড়িতে থাকার সময় শিশুকে কী ভাবে গড়ে তুলতে হবে এবং তাতে মায়েদের কী ভূমিকা নিতে হবে সে নিয়ে মেদিনীপুর সদর ব্লকের হাতিহল্কায় অবস্থিত দি গার্ডের ইন্টারন্যাশানাল স্কুল শনিবার বিদ্যালয় সভাঘরে আয়োজিত হল এই আলোচনা সভা।এই সভায় প্রিন্সিপাল তপন মুখার্জি সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ শিকাগো বক্তৃতার ১২৫ বর্ষপূর্তি উদযাপন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584