জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার হীরাঝিল প্রাসাদের অস্তিত্ব বর্তমানে গভীর সঙ্কটে। ইতিহাসের এক বিরাট সাক্ষী হয়ে বাঁশবাগানের অন্ধকারে রয়েছে এই প্রাসাদটি। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এই প্রাসাদটি বর্ষার ভাগীরথীর গ্রাসে লুপ্ত হতে চলেছে। ইতিহাসের স্বার্থে সাধারণ মানুষ নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদকে সংরক্ষণের দাবিতে রবিবার দুপুর থেকে লালবাগ সদরঘাট পশ্চিমপাড়ে “হীরাঝিল বাঁচাও” কমিটির যাত্রা এবং জমায়েত আয়োজিত হয়। এদিন পদযাত্রার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে “হীরাঝিল বাঁচাও” কমিটির প্রথম পদক্ষেপ এবং পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হয়।
উল্লেখ্য, অবহেলায় হারিয়ে যেতে বসেছে নবাব সিরাজদৌলার হীরাঝিল প্রাসাদ। বাংলার শেষ ও স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কথা শুধু পশ্চিমবঙ্গ বা ভারতে সীমাবদ্ধ নয়। ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের মানুষেরও পছন্দের তালিকায় বিরাজ করেন তিনি। নবাব সিরাজদৌলার সেই প্রাসাদ কালের বিবর্তনে আজ বিলুপ্তির পথে। রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার, হীরাঝিল প্রাসাদ সংরক্ষণের জন্য কোনরকম ভ্রুক্ষেপ চোখে পড়ছে না বলে জানিয়েছেন ‘ হীরাঝিল বাঁচাও কমিটি’। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এবং মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী প্রাসাদকে বাঁচানোর চেষ্টায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
হীরাঝিল প্রাসাদ মুর্শিদাবাদের মুকুন্দবাগ পঞ্চায়েতের অন্তর্গত। ইতিহাসের সাক্ষী হয়ে বাঁশ বাগানের অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে আজও নবাবের সেই প্রাসাদ। ইতিহাসকে বাঁচানোর জন্য ভারতের রাষ্ট্রপতি থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতো সংস্থার কাছে আবেদন জানাচ্ছে ‘হীরাঝিল বাঁচাও কমিটি’।
প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার সতী চৌরাহা মৌজা, বাগানপাড়া গ্রাম, মুকুন্দ বাগান চলে অবস্থিত বাংলা শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাধের প্রাসাদ হীরাঝিল। যেটি সবার অলক্ষ্যে এই বছরের পর বছর অবহেলা সঙ্গে পড়ে রয়েছে। শেষ বর্ষায় এর বেশ কিছুটা অংশ ভাগীরথীর বুকে মিশে যায়। যদি এভাবে ভাঙতে থাকে তাতে শুধু নবাবী আমলের মূল ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন শুধুমাত্র লোপ পাবে না সঙ্গে ভেসে যাবে বেশ কিছু গ্রাম।
প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ মুর্শিদাবাদ জেলায় আসেন সিরাজউদ্দৌলার স্মৃতির কিছু দেখতে। কিন্তু ঘটনাচক্রে তারা নিরাশ হন। অথচ তার সাধের প্রাসাদটি অবহেলা সঙ্গে কিভাবে বছরের পর বছর নষ্ট হচ্ছে। এই আন্দোলন দেখে মনে হচ্ছে খুব শিগগির মুর্শিদাবাদের পর্যটন শিল্পের মুকুটে আরেকটি নতুন পালক যোগ হতে চলেছে যার নাম “হীরাঝিল বাঁচাও।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584