হিরাঝিল সংরক্ষণ ও পলাশীর যুদ্ধের শহীদদের স্মৃতিতে হিরাঝিল শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

0
61

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

ঐতিহাসিক প্রাচীন বাংলার রাজধানী মুর্শিদাবাদের অর্থনৈতিক ভিত্তি পর্যটন শিল্প। যেটি ইতিহাসকে আধার করেই গড়ে উঠেছে এবং সেই আধারের মূল সময় নবাবী আমল ও প্রধান চরিত্র মির্জা মোহাম্মদ সিরাজদ্দৌলা। বর্তমানে মুর্শিদাবাদের তার যে সমস্ত  নিদর্শনগুলো তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো তার সাধের প্রাসাদ হিরাঝিল আজও ঝোপ-জঙ্গলে আবৃত হয়ে মুর্শিদাবাদের ভাগীরথীর পশ্চিম পাড়ে বাগানপাড়া গ্রামে মুকুন্দবাগ অঞ্চলে নিজের বিরাটাকার অস্তিত্ব জানান দেয়।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পুকুরে পরিণত হয়েছে পিচ রাস্তা, প্রতিবাদে ধানের চারা পুঁতে বিক্ষোভ DYFI, SFI-এর

আজ ২৩ জুন নবাব সিরাজদৌল্লা প্রাসাদ হিরাঝিল সংরক্ষণের উদ্দেশ্যে এবং পলাশীর যুদ্ধের শহীদদের  স্মৃতিতে হিরাঝিল শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল আজ।  উপস্থিত ছিলেন নবাব সিরাজদৌলার দশম বংশধর তানভীর হোসেন, মুর্শিদাবাদ লালবাগ এর ছোট নবাব সৈয়দ রেজা আলী মির্জা, এস ডি পি ও বিক্রম প্রসাদ, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার পৌর পিতা প্রসেনজিৎ ঘোষ, লালবাগ এস সি বি সি কলেজ এর অধ্যাপক সুপম মুখার্জি,জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার কাউন্সিলর  অনিল চরোরিয়া, নবাব সিরাজদৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট এর সমস্ত সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here