ডেকে নিয়ে গিয়ে ভাইকে খুনের অভিযোগ খুড়তুতো দাদার বিরুদ্ধে

0
122

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

his brother was murdered and demanding to his cousin
গ্রাম পঞ্চায়েত প্রধান ওদুদ গাজি।নিজস্ব চিত্র

his brother was murdered and demanding to his cousin4

his brother was murdered and demanding to his cousin5
হাসিনাবানু বিবি,মৃতের মা।নিজস্ব চিত্র
his brother was murdered and demanding to his cousin2
হাসিমুদ্দিন গাজি,মৃতের ভাই।নিজস্ব চিত্র

যুবককে মাথায় গুলি করে খুন করার অভিযোগ উঠল কাকার ছেলের বিরুদ্ধে।মৃত ত্রিশ বছর সাবিরউদ্দিন গাজি।অভিযুক্ত খুড়তুতো ভাই মিঠু গাজি।ডায়মন্ড হারবার থানার নেতড়ার নস্কর তোলার ঘটনা।সোমবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে বলে দাবি মৃতের পরিবারের।মাথায় গুলি করে খুন করা হয় সাবিরকে।মঙ্গলবার ভোরে কলকাতায় পিজি হাসপাতালে মৃত্যু হয়।সোমবার সকাল থেকে চাপানউতোর তৈরী হয়।ঘটনায় মিঠু গাজির মাকে আটক করে পুলিশ।এলাকায় সমাজবিরোধী বলে পরিচিত মিঠু।মিঠু নেতড়া অঞ্চল প্রধান ওদুদ গাজির অনুগামী বলে পরিচিত।তৃনমূলের ছত্রছায়াই থাকে মিঠু। দাবি ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক এসসি এসটি সেলের সভাপতি নাজমুল হকের।খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনার পলাতক মূল অভিযুক্ত। অভিযোগ মঙ্গলবার রাতে বাড়ি থেকে সাবিরউদ্দিনকে ডাকে মিঠু গাজি।বিকট শব্দে হতবম্ব হয়ে পরে এলাকাবাসী।বেশ কিছু সময়ের মধ্যে মিঠু গাজির স্ত্রী সাবিরের বাড়িতে খবর দেয় সাবির অচৈতন্য হয়ে পরে রয়েছে।সাবিরের পরিবারের লোকজন দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পরে রয়েছে সাবির ।সেখানে রয়েছে মিঠু গাজি,আর কে গাজি,ধনু গাজি,রাজ গাজি,আনয়ার গাজি,কালো গাজি। মাথায় গুলি করে খুন করেছে সাবিরকে। মৃতের পরিবারের দাবি মিঠু তার দাদা আর কে গাজির সঙ্গে কুকাজ করতো।নারী পাচার থেকে সমাজ বিরোধীদের সঙ্গে যুক্ত ছিল।এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াত।তার দলের সঙ্গে যোগ দেবার কথা বলে সাবিরকে।এটা নিয়ে চলে বাদানুবাদ। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী সাবিরকে একাধিকবার মারধরের হুমকি দিতো বলে দাবী।যদিও পরিবারের দাবি রাজনৈতিক নয়।মিঠুর দলে যোগ না দেওয়ার জেরে এই খুন।ঘটনাস্থলে যান নেতড়া অঞ্চল প্রধান ওদুদ গাজি।ঘটনার পর অতঙ্কিত এলাকাবাসী। অভিযুক্তদের ফাঁসির দাবি তুলেছেন পরিবার পরিজনরা।যদিও মিঠু তৃনমূল রাজনৈতিক দলের সর্মথন বলে দাবি ব্লক তৃনমূল এস সি এস টি সেলের সভাপতির। অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন তিনিও। বিষয়টি নিয়ে আন্দলোনে নামার আর্জি তার।ঘটনার পর থমথমে এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

his brother was murdered and demanding to his cousin3
নাজমুল হক,ডায়মণ্ড হারবার ১ এসটি এসসি ওবিসি সেলের সভাপতি।নিজস্ব চিত্র
his brother was murdered and demanding to his cousin
সাবিরুদ্দিন গাজি।ফাইল চিত্র
his brother was murdered and demanding to his cousin
আর কে গাজি
his brother was murdered and demanding to his cousin
অভিযুক্ত মিঠু গাজি।ফাইল চিত্র

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে ওয়ার্ড ভিত্তিক শিশু সুরক্ষার প্রশিক্ষণের সূচনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here