সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
যুবককে মাথায় গুলি করে খুন করার অভিযোগ উঠল কাকার ছেলের বিরুদ্ধে।মৃত ত্রিশ বছর সাবিরউদ্দিন গাজি।অভিযুক্ত খুড়তুতো ভাই মিঠু গাজি।ডায়মন্ড হারবার থানার নেতড়ার নস্কর তোলার ঘটনা।সোমবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে বলে দাবি মৃতের পরিবারের।মাথায় গুলি করে খুন করা হয় সাবিরকে।মঙ্গলবার ভোরে কলকাতায় পিজি হাসপাতালে মৃত্যু হয়।সোমবার সকাল থেকে চাপানউতোর তৈরী হয়।ঘটনায় মিঠু গাজির মাকে আটক করে পুলিশ।এলাকায় সমাজবিরোধী বলে পরিচিত মিঠু।মিঠু নেতড়া অঞ্চল প্রধান ওদুদ গাজির অনুগামী বলে পরিচিত।তৃনমূলের ছত্রছায়াই থাকে মিঠু। দাবি ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক এসসি এসটি সেলের সভাপতি নাজমুল হকের।খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনার পলাতক মূল অভিযুক্ত। অভিযোগ মঙ্গলবার রাতে বাড়ি থেকে সাবিরউদ্দিনকে ডাকে মিঠু গাজি।বিকট শব্দে হতবম্ব হয়ে পরে এলাকাবাসী।বেশ কিছু সময়ের মধ্যে মিঠু গাজির স্ত্রী সাবিরের বাড়িতে খবর দেয় সাবির অচৈতন্য হয়ে পরে রয়েছে।সাবিরের পরিবারের লোকজন দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পরে রয়েছে সাবির ।সেখানে রয়েছে মিঠু গাজি,আর কে গাজি,ধনু গাজি,রাজ গাজি,আনয়ার গাজি,কালো গাজি। মাথায় গুলি করে খুন করেছে সাবিরকে। মৃতের পরিবারের দাবি মিঠু তার দাদা আর কে গাজির সঙ্গে কুকাজ করতো।নারী পাচার থেকে সমাজ বিরোধীদের সঙ্গে যুক্ত ছিল।এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াত।তার দলের সঙ্গে যোগ দেবার কথা বলে সাবিরকে।এটা নিয়ে চলে বাদানুবাদ। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী সাবিরকে একাধিকবার মারধরের হুমকি দিতো বলে দাবী।যদিও পরিবারের দাবি রাজনৈতিক নয়।মিঠুর দলে যোগ না দেওয়ার জেরে এই খুন।ঘটনাস্থলে যান নেতড়া অঞ্চল প্রধান ওদুদ গাজি।ঘটনার পর অতঙ্কিত এলাকাবাসী। অভিযুক্তদের ফাঁসির দাবি তুলেছেন পরিবার পরিজনরা।যদিও মিঠু তৃনমূল রাজনৈতিক দলের সর্মথন বলে দাবি ব্লক তৃনমূল এস সি এস টি সেলের সভাপতির। অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন তিনিও। বিষয়টি নিয়ে আন্দলোনে নামার আর্জি তার।ঘটনার পর থমথমে এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে ওয়ার্ড ভিত্তিক শিশু সুরক্ষার প্রশিক্ষণের সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584