পীরতলার ঐতিহ্যবাহী বাউল উৎসব ঘিরে উদ্দীপনা

0
193

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

সোমবার থেকে মহাসমারোহে শুরু হল দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পীরতলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি বাউল উৎসব।

historical baul festival in south dinajpur | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের এই ঐতিহ্যবাহী বাউল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন এবং ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন গঙ্গারামপুরের, মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপ কুমার দাস।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার।

historical baul festival in south dinajpur | newsfront.co
সূচনা। নিজস্ব চিত্র

বুনিয়াদপুর পুরসভার পুরপ্রধান অখিল চন্দ্র বর্মন, সহকারী পুরপ্রধান জয়ন্ত কুন্ডু, বিশিষ্ট আইনজীবী প্রতুল মৈত্র , পুরসভার কাউন্সিলর অরূপ সিংহ, দেবেন্দ্রনাথ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

historical baul festival in south dinajpur | newsfront.co
মিলন শীল, সভাপতি বাউল উৎসব কমিটি। নিজস্ব চিত্র

জানা গেছে আগামী সাত দিন ধরে চলবে পীরতলার এই ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি বাউল উৎসব।

আরও পড়ুনঃ মালদহে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

historical baul festival in south dinajpur | newsfront.co
নিজস্ব চিত্র

এবছর বাউল অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন নদিয়া থেকে আগত দূরদর্শন ও বেতারের জনপ্রিয় বাউল শিল্পী সমরেশ পাল ।

এছাড়াও পার্শ্ববর্তী জেলা রাজ্য এমনকি ভিন দেশ থেকেও বাউল শিল্পীরা পীরতলা বাউল অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করবেন বলে জানা গেছে।

প্রত্যেক বারের মতই লক্ষাধিক মানুষের সমাগম হবে ঐতিহ্যবাহী বাউল উৎসবে এমনটাই আশা করছেন উদ্যোক্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here