শ্যামল রায়,নবদ্বীপঃ
মঙ্গলবার নবদ্বীপ শহরের পাঁচমাথা মোড়ে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ ও লায়ন্স ক্লাব অব নবদ্বীপের যৌথ উদ্যোগে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হলো।প্রদীপ প্রজ্জ্বলিত করে এই আলোচনাচক্রের উদ্বোধন করেন বিশিষ্ট গবেষক দিলীপ কুমার সাধু খাঁ।এছাড়াও বিশিষ্টজন এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাত সান্যাল প্রবীর আচার্য ও স্বপন কুমার ঠাকুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবন কানাই সাহা।
নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে দীর্ঘ এক বছর ধরে চলছে নানান ধরনের অনুষ্ঠান।রজত জয়ন্তী বর্ষের অন্যতম এই ধরনের আলোচনা একটি।আন্তর্জাতিক স্তরে লায়ন্স ক্লাবের শাখা সংগঠন নিয়ে আলোচনা করেন শ্রী প্রভাত কুমার সান্যাল।তিনি আলোচনা রাখতে গিয়ে বলেন নবদ্বীপের লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠা এবং কার্যকরীতা যথেষ্ট রয়েছে এছাড়াও বছর বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড তারা করে থাকেন তাই এই ধরনের আলোচনা চক্রের আয়োজন করতে পেরে তারা নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরও পড়ুনঃ কোচবিহার সায়েন্সে ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা
এছাড়াও প্রাকচৈতন্য যুগের রাঢ় অঞ্চলের বৈষ্ণব ধর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট গবেষক স্বপন কুমার ঠাকুর।এছাড়াও শ্রীবাটি টেরাকোটা মন্দির নিয়ে আলোচনা করেন গবেষক প্রবীর আচার্য।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দেব এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত লায়ন্স ক্লাব অব নবদ্বীপের সভাপতি সুজিত কুমার দে সহ অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584