নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দশম শ্রেণীর পড়ুয়া দুইজনে বন্ধু। এক বন্ধু আরেক বন্ধুর গলায় ছুরিকাঘাত করে।আহত আক্রান্ত পড়ুয়া।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ঝাঁকড়া এলাকায়।
আহত কিশোরের নাম মলয় মাল। জানা যায়, কেশপুর থানার সেকাটি গ্রামের মলয় মাল ও চন্দ্রকোনা থানার আগ্রা পাড়া গ্রামের সনাতন দুজনেই দশম শ্রেণীর ছাত্র।
একই স্কুলে পড়ার কারণে দুইজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। শনিবার স্কুল ছুটির পর চন্দ্রকোনা থানার ঝাকরা রাস্তার উপর সনাতন ধারালো ছুরির কোপ মারে মলয়ের গলাতে।
রক্তাক্ত অবস্থায় চিৎকার করলে স্থানীয় মানুষরা ছুটে আসে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মলয়কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ কাটমানির হিসাব নিয়ে বচসা, ছুরিকাহত স্থানীয় বিজেপি নেতা
আহত মলয় মালের জানায় যে, সকালবেলায় সনাতন মলয়কে ফোন করে ক্ষীরপাই এলাকায় গিয়ে জামা কাপড় কেনাকাটা করবে।
সেই মতন মলয় বেরিয়ে চন্দ্রকোনা থানার ঝাঁকড়া এলাকায় এলে সনাতন তাকে এক নির্জন জায়গায় নিয়ে ঘুরে তাকাতে বলে সেই সুযোগেই সনাতন গলায় ছুরি লাগিয়ে টান মারে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় এক স্বাস্থ্য কেন্দ্রে যায় সেখান থেকে তাকে পরিবারের লোকজনকে জানায় এবং মলয়ের পরিবারের লোকজন মেদিনীপুরের নিয়ে আসে।
ছুরি মারার কারণ জিজ্ঞাসা করা হলে মলয় বলে, সনাতন আর আমার মোবাইল বাড়িতে নিয়ে যায়, আমার মোবাইলটা নিয়ে নিচ্ছে তার জন্য এই ঘটনাটি ঘটে গেছে।
যদিও গোটা ঘটনার তদন্ত করছে চন্দ্রকোনা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584