মনিরুল হক,কোচবিহারঃ
ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে কোপানোর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সাড়ে ১০ নাগাদ সিতাই বিধানসভার অন্তর্গত গিদারী এলাকায়।ওই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আহত ওই যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।তারপর দুলালের অবস্থার অবনতি হলে তাকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভর্তি করা হয়।ওই ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।বিজেপির অভিযোগ, আক্রান্ত ওই যুবকের দাদা বিজেপির সক্রিয় কর্মী।তার দাদার বিজেপি হওয়ায় তৃণমূল কংগ্রেস আশ্রিত কিছু দুষ্কৃতী রাত দশটা নাগাদ ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় বলে অভিযোগ।কারণ লোকসভা নির্বাচনের কোচবিহার জেলার নিশীথ প্রামাণিকের জয়লাভের পর সিতাই বিধানসভা বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া নেতৃত্বে ব্যাপক সন্ত্রাস সৃষ্টি হয় ওই সন্ত্রাসের ফলে এলাকার বিজেপি কর্মীরা প্রায় ঘরছাড়া।
আরও পড়ুনঃ ধারাল অস্ত্রের আঘাতে আহত তিন,পলাতক অভিযুক্তরা
কয়েকদিন আগে একই রকম ভাবে বিজেপি কর্মীর উপর আক্রমণ করেন ওই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আক্রান্ত ওই যুবকের নাম দুলাল মিয়া।তার বাড়ি গিদারী এলাকায়।জানা গেছে, ওই যুবক বাজার থেকে বাড়ি ফিরছিল একা। সেই সময়ে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী দুলালের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে।
আক্রান্ত ওই যুবকের চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন ছুটে আসে। পরে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়।আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।তারপর দুলালের অবস্থার অবনতি হলে তাকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভর্তি করা হয়। তার অবস্থার আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় বিজেপি কর্মী নাজনিন প্রামানিক বলেন, “দুলাল মিয়া সক্রিয় ভাবে রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক যুক্ত নয়। কিন্তু তার দাদা একনিষ্ঠ ভাবে বিজেপি কর্মী।সেই কারণে আজ তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়।পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে জগদীশ বর্মা বসুনিয়া নেতৃত্বে সিতাই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীরা কেউই নিজ এলাকায় থাকতে পারেনি বলে অভিযোগ।
কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হওয়ার পর জগদীশ বর্মা বসুনিয়া ফের সন্ত্রাস চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ।তাই গতকাল রাতে দুলালকে একা পেয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর ধারাল অস্ত্র দিয়ে কোপ দেয়। বর্তমানে দুলাল মিয়ার অবস্থা আশঙ্কাজনক তাকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভর্তি করা হয়।”
যদিও ওই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, “এই ঘটনা সম্বন্ধে কোন কিছু জানা নেই। তবে এটুকু বলতে পারি ওই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসে কোন যোগ নেই।” বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই ওই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তিনি।এলাকায় উত্তেজনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584