নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
কোচবিহারে দলের কর্মীদের চাঙ্গা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল।তুফানগঞ্জে হাতে কালো পতাকা নিয়ে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পাল্টা স্লোগান দিলেন হাওড়ার তৃণমূল সাংসদও।তবে পুলিশি তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এবারের লোকসভা ভোটে কোচবিহার আসনটি হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। ফলপ্রকাশের পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। এমনকী বেশ কয়েকটি পার্টি অফিস দখল হয়ে গিয়েছে।
দলের কর্মীদের চাঙ্গা করতে কোচবিহারে গিয়েছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল।প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালা রায় ও প্রতিমা মণ্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল ও কোচবিহারের তৃনমুল নেতৃত্ব জেলার বিভিন্ন সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন বের হন।
আরও পড়ুনঃ ফের উত্তপ্ত মাথাভাঙ্গা,শহরে রুটমার্চ পুলিশের
বৃহস্পতিবার সকালে জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে সঙ্গে তুফানগঞ্জে একটি বন্ধ পার্টি অফিস খোলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। কার্যালয়ে তৃণমূলের পতাকা তোলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পার্টি অফিসে যখন দলের স্থানীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তখন কাছেই বিজেপি পার্টি অফিসের সামনে জমায়েত করেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ শাসকদলের প্রতিনিধিদের কালো পতাকা দেখান তাঁরা।
ওঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনি।এদিকে বিজেপির কর্মীদের দেখামাত্রই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পালটা স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মীরাও। স্লোগান-পালটা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে তুফানগঞ্জে।তবে পুলিশের তৎপরতায় বড় কোনও অশান্তি হয়নি।এদিন বক্সিরহাটেও বিজেপির বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা।
অন্যদিকে ওই প্রতিনিধি দল বৈঠক ছেড়ে ঘটনা স্থল থেকে বেরিয়ে যেতেই তৃনমুল কংগ্রেস সমর্থকরাও পাল্টা স্লোগান দিতে শুরু করে। ফলে উত্তেজনা চরম আকার নেয়। পরিস্থিতি মোকাবিলা করতে প্রচুর পুলিশ মোতায়েন করতে হয়। ওই প্রতিনিধি দলটি তুফানগঞ্জে শহর থেকে বক্সীরহাট বাজারে দিকে গেলে সেখানেও কালো পতাকা দেখায় বিজেপি সমর্থকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584