ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
এইচআইভি লুকিয়ে বিয়ে করতে গিয়ে উত্তর ২৪ পরগনার হালিশহরে ধরা পড়লেন এক যুবক। বিয়ের সব যোগার হওয়ার পর জানা যায় হবু বর এইচআইভি আক্রান্ত। সঙ্গে সঙ্গে পণ্ড হয় যাবতীয় উদ্যোগ।
অভিযুক্তকে আটক করেছে পুলিশ। হালিশহরের ওই অভিযুক্ত যুবকের সঙ্গে যোগাযোগ হয় কল্যাণীর এক তরুণীর। দুই পরিবারের মধ্যে আলোচনার পর ঠিক হয় বিয়ে। কিন্তু যুবক যে এইচ আই ভি আক্রান্ত তা বেমালুম চেপে গিয়েছিলেন পাত্র পক্ষ।
আরও পড়ুনঃ ফাণ্ডের অপ্রতুলতার জন্য মাইনে দেরীতে, ক্ষোভ বিশ্বভারতীতে
বিয়ের দিন গায়ে হলুদ হয়ে যাওয়ার পর এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে যুবতী জানতে পারেন যুবক এইচআইভি আক্রান্ত। সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় বিয়ে।
এভাবে রোগ গোপন করে যুবক যে বিয়ে করতে চলেছেন তা জানতে পারে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। তারাই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিয়ে রোখার ব্যবস্থা করে। বীজপুর থানার পুলিশ গিয়ে গ্রেফতার করে যুবককে।
বিয়ে হলে কী হতে পারত ভেবে আঁতকে উঠছেন মেয়ে পক্ষ। ওদিকে কেন মারণ রোগ গোপন করে বিয়ে করতে গিয়েছিলেন যুবক, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584