সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
HIV নিয়ে সাধারণ মানুষদের মধ্যে ভুল ধারণা কে দূর করতে ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ পঞ্চায়েত লেভেলে সরকারি আধিকারিকদের নিজে বিডিও সভাকক্ষে জেলা ও ব্লক আধিকারিক দের উপস্থিতে HIV নিয়ে আলোচনা করলেন ।
এদিন বিডিও শোভন দাস তার বক্তব্যের মাধ্যমে HIV কিভাবে ছড়ায় ওটার প্রতিকার কিভাবে সম্ভব সেই সব দিক তুলে ধরেন। জেলা HIV প্রোগ্রাম ম্যানেজার রশিদুল ইসলাম বলেন যে কোনো মায়ের যদি HIV হয় তার প্রভাব যে তার শিশুর উপর পড়বে তার কোনো মানে নেই।সঠিক সময় সঠিক ভাবে চিকিৎসা করলে সেটা থেকে মুক্তি পাবেন।
আরও পড়ুনঃ অবিলম্বে স্কুল খোলা ও শূণ্য পদে নিয়োগের দাবিতে SFI-এর ডিএম অফিস অভিযান
ব্লক HIV আধিকারিক উজ্জ্বল দেবনাথ বলেন HIV নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণা রয়েছে সেই বিষয়ে গ্রাম এলাকায় HIV সচেতনা শিবির করতে হবে বেশি বেশিকরে, তাহলে মানুষের মধ্যে ভুল ধারণা দূর করা সম্ভব হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584