মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
শনিবারই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এরপরই ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরু হয়ে গেল। সূত্রের খবর, পুরনো কেন্দ্র ভবানীপুর আসন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপ নির্বাচনে লড়ার কথা রয়েছে। তার প্রস্তুতি আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। শুধুমাত্র উপ নির্বাচনের দিন ঘোষণার অপেক্ষায় ছিল ঘাসফুল শিবির। আজকেই ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচন কবে হবে, তা জানিয়ে দিল নির্বাচন কমিশন।

আর কথায় আছে শুভ কাজ ফেলে রাখতে নেই, তাই শুভস্য শীঘ্রম। উপ নির্বাচনের দিন ঘোষণার পর এদিন দুপুর থেকেই ভবানীপুরের বিভিন্ন এলাকায় তৃণমূলনেত্রীর ছবি দেওয়া ফ্লেক্স, ব্যানার, পোস্টার চোখে পড়তে শুরু করেছে। তৃণমূলের জয় হিন্দ বাহিনীর উদ্যোগে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত হোর্ডিং টাঙানো হয়।
আরও পড়ুনঃ রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশনের
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার উপ নির্বাচনের দিন ঘোষণার পরই অরাজনৈতিক সংগঠন ‘ভবানীপুর অধিবাসীবৃন্দ’ এবং স্থানীয় একাধিক ক্লাবের তরফেও তৃণমূলনেত্রীর সমর্থনে প্রচারে নেমেছে। সেই ফ্লেক্সে লেখা হয়েছে, “উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে”। ফ্লেক্সে আরও লেখা, ‘ভবানীপুর দিদিকেই চায়’। আগামী ৩ অক্টোবর হবে ভোট গণনা। অতএব, ভবানীপুর আসন এবার কার দখলে যাচ্ছে, পুজোর আগেই তা স্পষ্ট হয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584