বালুরঘাটে সৌন্দর্যের মুখ ঢাকছে বিজ্ঞাপন হোর্ডিং

0
79

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

সুবজায়ন শহর প্রকল্পের মাধ্যমে শহরের সৌন্দর্য বাড়াতে একগুচ্ছ প্রকল্প নিয়েছে বালুরঘাট পৌরসভা।বালুরঘাটের থানামোড় থেকে আন্দোলন সেতু পর্যন্ত রাস্তার মাঝে বসানো হয়েছে বিভিন্ন কার্টুন চরিত্র।রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পও তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে।এবার সেইসব সৌন্দার্যায়নের মুখ ঢাকছে বিজ্ঞাপন। যদিও শহরে বিজ্ঞাপন দিতে গেলে পৌরসভার অনুমতি বাধ্যতামূলক রয়েছে।তবে সেই অনুমতির পরোয়া না করে বিজ্ঞাপন লাগানো হচ্ছে বলে অভিযোগ পৌরসভার।বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

ঝুলছে হোর্ডিং।নিজস্ব চিত্র

রাজ্যের বেশ কিছু শহরকে গ্রিন সিটি করা হয়েছে এবং বেশ কয়েকটি শহরকে গ্রিন সিটি করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পৌরসভা অঞ্চলকে গ্রিন সিটি করার উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করেছে পৌর কর্তৃপক্ষ। কিভাবে শহরকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় তা নিয়ে গত ৮ জানুয়ারি শহরের সমস্ত স্তরের মানুষের সঙ্গে বৈঠক করে পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।পৌরসভার সুবর্ণতটে বৈঠকটি অনুষ্ঠিত হয়।এরপর গত মাসে গ্রিন সিটি প্রকল্পের জন্য প্রায় ২ কোটি টাকা বরাদ্দ পেয়েছে পৌরসভা। ইতিমধ্যে শহরের সৌন্দার্যায়ন বাড়ানোর কাজও শুরু হয়েছে। শহরের বেশ কিছু এলাকায় বসানো হয়েছে কার্টুন চরিত্র। এদিকে দুর্গাপুজো চলে আসায় শহরজুড়ে এখন বিজ্ঞাপন ও হোর্ডিংয়ে ভর্তি।বাদ যায়নি পৌরসভার ত্রিফলা ল্যাম্প পোস্টও।কোথাও কাপড়ের দোকান, আবার কোথাও বাইকের হোর্ডিংয়ে ভর্তি।ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।
যদিও এবিষয়ে জানতে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান রাজেন শীলের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
তবে পৌরসভার মেম্বার ইন কাউন্সিল শংকর দত্ত জানান,পৌরসভার পক্ষ থেকে এবিষয়ে বারবার উদ্যোগ নেওয়া হয়েছে।তবে তা সফল হয়নি।পৌরসভার অনুমতির তোয়াক্কা না করে শহরে হোর্ডিং লাগানো হচ্ছে।এর ফলে একদিকে যেমন শহর হোর্ডিংয়ে ভরে যাচ্ছে,তেমনই এর থেকে রাজস্বও পাচ্ছে না পৌরসভা।
এবিষয়ে চেয়ারম্যানের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ লিটারে ১ টাকা পেট্রোলের দাম কমিয়ে মোদিকে চ্যালেঞ্জ মমতার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here