নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
দোল আসতে হপ্তাখানেক বাকি। তার বেশ কিছুটা আগেই বসন্ত উৎসব পালন করে ফেলল ইমন চক্রবর্তী এবং তাঁর ‘ইমন সঙ্গীত অ্যাকাডেমি’।
২৯ ফেব্রুয়ারি লিলুয়ার মীরপাড়া পার্ক ময়দানে রঙে রঙে পালিত হল ‘বসন্ত উৎসব’। নাচ, গান, আবির খেলা সব নিয়ে এক রঙিন আসর বসে মীরপাড়া পার্ক ময়দানে।
আরও পড়ুনঃ তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে অক্ষয়, বাড়ি তৈরির জন্য অর্থ সাহায্য
২৯ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান আয়োজনের কারণ হল প্রতি চার বছর অন্তর আসে এই দিনটি। তাই এমন এক দিনে উৎসব পালনের মজাই আলাদা।
পাশাপাশি এই ইমনের উদ্যোগ আর ভাবনায় আয়োজিত এই বসন্ত উৎসবের এবার বয়স হল চার।
গানের জাদুতে লিলুয়াবাসী সহ বিভিন্ন জায়গা থেকে আসা দর্শক-শ্রোতাকে গানের জাদুতে মন মাতিয়ে দেন হৈমন্তী শুক্লা, ঊষা উত্থুপ, শ্রীকান্ত আচার্য সহ বহু শিল্পী।
আবৃত্তি পাঠে ছিলেন জগন্নাথ বসু এবং ঊর্মিমালা বসু। সব মিলিয়ে সেদিন লিলুয়া সেজে উঠেছিল উৎসবের রঙে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584