বন্ধ স্কুল,অসুস্থ পিতা,দাবদাহ উপেক্ষা করে আইসক্রিম বিক্রি পড়ুয়ার

0
166

সুদীপ পাল,বর্ধমানঃ

বিদ্যালয়ের এখন গরমের ছুটি চলছে। সে নিজেও বিদ্যালয়ের পড়ুয়া কিন্তু বীরভূমের জুনুবাজার হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র আতিকুল শেখ-এর ছুটি নেই।

holidays in school student sales ice cream
আতিকুল।নিজস্ব চিত্র

গরম উপেক্ষা বীরভূম ছেড়ে পশ্চিম বর্ধমানের রাস্তায় সাইকেলে বিক্রি করছে আইসক্রিম।বীরভূম জেলার জয়দেব পঞ্চায়েতের ছোটচক বর্ণপরিচয় গ্রামের বাসিন্দা আতিকুল। বাবার চিকিৎসার জন্য অর্থ উপার্জনের জন্য আইসক্রিম নিয়ে আতিকুল সকালবেলায় বীরভূম থেকে রওনা হয়। তারপর প্রায় ৭০ কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুর ও কাঁকসা ব্লকের বিভিন্ন এলাকায় আইসক্রিম বিক্রি করে।

গরমে ঘাম মুছতে মুছতে সে বলে, বাবার চিকিৎসার খরচ এবং সংসারের খরচ জোগানোর জন্য আমি স্কুলে দু’মাসের ছুটিতে দুর্গাপুর এবং আশপাশের গ্রাম এলাকায় আইসক্রিম বিক্রি করি।বাবা আগে রাজমিস্ত্রির কাজ করতেন।এখন শারীরিক ভাবে এতটাই অসুস্থতা যে কোনো কাজ করতে পারেন না।

সংসারের ভার তাই নিজের কাঁধেই নিয়েছে সে। কিন্তু এত দূর আসা কেন?সেই জানায়, তার গ্রামের দিকে ভালো বিক্রি হয় না। কিন্তু দুর্গাপুর এলাকায় আইসক্রিমের চাহিদা রয়েছে। বিক্রি-বাটাও ভালো হয়। তাই রোজ এত দূরত্বের পথ অতিক্রম করে আতিকুল।

আরও পড়ুনঃ বন্ধ স্কুল,অবরোধে পড়ুয়ারা

চিকিৎসা করানোর মত আর্থিক সংগতি নেই। মনে প্রাণে ও চান না ছেলে এই কাজ করুক। আতিকুলের বাবা শেখ নিজাম হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকেন পথের দিকে। এই পথেই তাঁর ছেলে সেই ভোরবেলায় সাইকেল নিয়ে বেরিয়েছে আইসক্রিম বিক্রি করতে। আতিকুল কিন্তু দৃৃৃঢ় প্রতিজ্ঞ। ভালোভাবে পড়াশোনা করে একটা চাকরি পেতেই হবে। দাঁড়াতে হবে বাবা-মায়ের পাশে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here