ঘরে বসে একটা ফোন, আর তাতেই মিলবে মুদি-ডেয়ারি সামগ্রী

0
52

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

ঘরে বসে এবার জাস্ট একটা ফোন। ব্যাস আর চিন্তা কি? তারপরই আপনার পছন্দের সামগ্রী পেয়ে যাবেন, একে বারে দোরগোড়ায়। কেননা, লকডাউন চলাকালীন নিত্য প্রয়োজনীয় অত্যাবশকীয় পণ্যের হোম ডেলিভারি পরিষেবা চালু করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বিশেষ বার্তায় এই পরিষেবা চালু করার কথা জানিয়েছেন।

home delivery | newsfront.co
অর্ডার নিতে ব‍্যস্ত বিক্রেতা। নিজস্ব চিত্র

তিনি বলেন, “বাজারে, দোকানে মানুষের জমায়েত কমাতে জেলা জুড়ে হোম ডেলিভারি পরিষেবা চালু করা হল। ব্যবসায়ী সংগঠন, পুরসভা ও প্রশাসন মিলিত ভাবে এই প্রয়াস গ্রহণ করেছে। যে সব ব্যবসায়ীরা এই উদ্যোগে সামিল হতে চেয়েছেন তাঁদের কন্টাক্ট নম্বর সহ অন্যান্য তথ্য সরকারি ভাবে প্রকাশ করা হচ্ছে”।

Raiganj market lockdown | newsfront.co
লকডাউনে বন্ধ রায়গঞ্জের মার্কেট। নিজস্ব চিত্র

জেলার পাশাপাশি রায়গঞ্জেও এই পরিষেবা চালু করা হচ্ছে বলে রায়গঞ্জ পুরসভা সূত্রে জানা গেছে। বাড়ি বাড়ি দুধ, ঘি, পনির, সবজি ও মুদিখানার সামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর দিনাজপুর প্রশাসন।

আরও পড়ুনঃ পুরসভা ও ব্যবসায়ী সমিতির সহযোগিতায় হোম ডেলিভারি পাবে শহরবাসী

রায়গঞ্জ শহরের জন্য চারটি ফোন নম্বর দেওয়া হয়েছে। একই ভাবে জেলার বিভিন্ন এলাকার জন্য পৃথক নম্বরের ব্যবস্থা করেছে প্রশাসন। দুপুর ১২টা থেকে রাত ৮টা’র মধ্যে ফোন করে অথবা হোয়াটস অ্যাপের মাধ্যেমে সামগ্রীর তালিকা জানালে পরের দিন দুপুর ১২টার মধ্যে নগদ অর্থের বিনিময়ে, বাড়িতে চাহিদা অনুযায়ী সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ব্লকের জন্য সব মোবাইল ফোন নম্বরের তালিকাও প্রকাশ করা হয়েছে। এর ফলে লক ডাউনের সময় উপকৃত হবেন ইটাহার থেকে চোপড়া ব্লকের বাসিন্দারা পর্যন্ত। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের এই উদ্যোগে যথেষ্ট খুশি জেলাবাসি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here